Jute Research Regional Station, Rangpur

Rangpur

আঞ্চলিক কেন্দ্র, রংপুর বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র।এটি দেশের উত্তরাঞ্চলে পাটের কৃষি গবেষণা কাজে নিয়োজিত একমাত্র প্রতিষ্ঠান। কেন্দ্রটি রংপুর শহরের প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানীর মোড় থেকে প্রায় 2 কিঃ মিঃ পূর্বে জি.এল.রায় রোডের উত্তর পার্শ্বে এবং মাহিগঞ্জ বাণিজ্যিক এলাকার উত্তর-পশ্চিমে অবস্থিত। 1960 সালে প্রতিষ্ঠার পর থেকে কেন্দ্রটি পাটের কৃষি গবেষণা এবং পাট উৎপাদন বিষয়ক কলাকৌশল উদ্ভাবন ও সম্প্রসারণ করে আসছে।

কেন্দ্রের লক্ষ্য উদ্দেশ্য

1.দেশের উত্তরাঞ্চলে পাট চাষের সমস্যা চিহ্নিতকরণ এবং সে অনুযায়ী গবেষণা কর্মসূচী গ্রহণ সুপারিশ প্রণয়ন।

2.বিজেআরআই কর্তৃক উদ্ভাবিত নতুন জাত এবং প্রযুক্তিসমূহের উপযোগিতা প্রায়োগিক দিক যাচাইপূর্বক সুপারিশমালা প্রণয়ণের জন্য অন-ফার্ম অন-স্টেশন ট্রায়াল স্থাপন।

3.কৃষক কৃষিকর্মী পর্যায়ে পাট পাট বীজ উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণ।

4.ভিত্তি প্রত্যায়িত পাট বীজ উৎপাদনের লক্ষ্যে বিএডিসি অন্যান্য প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রজনন পাট বীজ সরবরাহ করা।