Jute Research Regional Station Chandina, Cumilla

Chandina, Cumilla

পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, চান্দিনা, কুমিলা জেলা সদর থেকে 20 কি:মি: পশ্চিমে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উভয় পার্শ্বে চান্দিনা উপজেলা সদরে অবস্থিত। পাটের উপর বহুমুখী গবেষণা পরিচালনার জন্য 1964 সালে এই কেন্দ্রটি স্থাপন করা হয়। এ আঞ্চলিক কেন্দ্রটি মেঘনা পাড়ের দাউদকান্দি থেকে শুরু করে পূর্ব দিকে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, হবিগঞ্জ, চট্রগ্রামের পাহাড়ী অঞ্চলের প্রতিনিধিত্ব করে। এই কেন্দ্রে মোট জমির পরিমান 26.25 একর।

কেন্দ্রের দায়িত্বাবলী

1.অঞ্চলভিত্তিক পাট সম্পর্কিত গবেষণা কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন।

2.পাট, কেনাফ মেস্তা ফসলের উচ্চ ফলনশীল নতুন জাত উদ্ভাবনের লক্ষ্যেগবেষণা কার্যক্রম পরিচালনা লক্ষ্য করা।

3.বিজেআরআই কর্তৃক উদ্ভাবিত পাট, কেনাফ মেস্তা ফসলের উন্নত জাতসমূহের অত্র অঞ্চলে অভিযোজন ক্ষমতা পরীক্ষা করা।

4.পাট চাষসহ কৃষির সার্বিক উন্নয়নের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ বিভাগসহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করা।

5.বিজেআরআই কর্তৃক উদ্ভাবিত পাট পাটজাত ফসলের প্রজনন বীজ, মান ঘোষিত বীজ উৎপাদন, সংরক্ষণ বিতরণ।

6.শস্যবিন্যাস কার্যক্রমের আওতায় ধান তৈল বীজ উৎপাদন বিএডিসিকে সরবরাহ করা।