Jute Seed Production and Research Station Nashipur, Dinajpur
Nashipur, Dinajpur
পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্রটি দিনাজপুর জেলা শহর হতে 11 কিলোমিটার উত্তরে ঢাকা-দিনাজপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে নশিপুর গ্রামে অবস্থিত। ঠান্ডা আবহাওয়া উপযোগী পরিবেশে পাটের গবেষণা ও প্রজনন পাট বীজ উৎপাদনের জন্য বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের একটি গবেষণা ও বীজ উৎপাদন কেন্দ্র হিসেবে উক্ত কেন্দ্রটি স্থাপন করা হয়। গত 2006 সাল হতে কেন্দ্রের কার্যক্রম শুরু করা হয়েছে। কেন্দ্রটি বৃহত্তর দিনাজপুর অঞ্চলের (ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর) কৃষক পর্যায়ে পাট ও আঁশ ফসলের গবেষণা ও বীজ উৎপাদন কার্যক্রম পরিচালনা করে থাকে।
উদ্দেশ্য
.প্রজনন বীজ উৎপাদন করা এবং তা বিএডিসি কে সরবরাহ করা।
▪কৃষক পর্যায়ে বীজ বিতরণের উদ্দেশ্যে ‘টিএলএস’ কর্মসূচীতে নাবী পাট বীজ উৎপাদন করা।
▪পাট বীজ উৎপাদন সম্পর্কীয় বিভিন্ন গবেষণা পরিচালনা করা।
▪বিজেআরআই উদ্ভাবিত পাট ও কেনাফের নুতন জাতসমূহকে কৃষক পর্যায়ে পরিচিতি ও সম্প্রসারণ করা।
▪কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় বৃহত্তর দিনাজপুর জেলায় কৃষক পর্যায়ে ‘নিজের বীজ নিজে উৎপাদন করি কর্মসূচীর মাধ্যমে বীজ উৎপাদন করে জাতীয় পর্যায়ে অবদান রাখা।