Jute Seed Production and Research Station Nashipur, Dinajpur

Nashipur, Dinajpur

পাট বীজ উৎপাদন গবেষণা কেন্দ্রটি দিনাজপুর জেলা শহর হতে 11 কিলোমিটার উত্তরে ঢাকা-দিনাজপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে নশিপুর গ্রামে অবস্থিত। ঠান্ডা আবহাওয়া উপযোগী পরিবেশে পাটের গবেষণা প্রজনন পাট বীজ উৎপাদনের জন্য বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের একটি গবেষণা বীজ উৎপাদন কেন্দ্র হিসেবে উক্ত কেন্দ্রটি স্থাপন করা হয়। গত 2006 সাল হতে কেন্দ্রের কার্যক্রম শুরু করা হয়েছে। কেন্দ্রটি বৃহত্তর দিনাজপুর অঞ্চলের (ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর) কৃষক পর্যায়ে পাট আঁশ ফসলের গবেষণা বীজ উৎপাদন কার্যক্রম পরিচালনা করে থাকে।

উদ্দেশ্য

.প্রজনন বীজ উৎপাদন করা এবং তা বিএডিসি কে সরবরাহ করা।

কৃষক পর্যায়ে বীজ বিতরণের উদ্দেশ্যেটিএলএসকর্মসূচীতে নাবী পাট বীজ উৎপাদন করা।

পাট বীজ উৎপাদন সম্পর্কীয় বিভিন্ন গবেষণা পরিচালনা করা।

বিজেআরআই উদ্ভাবিত পাট কেনাফের নুতন জাতসমূহকে কৃষক পর্যায়ে পরিচিতি সম্প্রসারণ করা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় বৃহত্তর দিনাজপুর জেলায় কৃষক পর্যায়েনিজের বীজ নিজে উৎপাদন করি কর্মসূচীর মাধ্যমে বীজ উৎপাদন করে জাতীয় পর্যায়ে অবদান রাখা।