Jute Research Regional Station, Faridpur

Faridpur

আঞ্চলিক ও উপকেন্দ্রসমূহের মধ্যে সবচেয়ে পুরাতন কেন্দ্র ফরিদপুর। 1953 সাল থেকে বৃহত্তর ফরিদপুর ও বরিশাল অঞ্চলে পাট উৎপাদনে বিবিধ কলাকৌশল ও প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফরিদপুর পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রটি ফরিদপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন ফরিদপুর শহর থেকে 4 কি:মি: পশ্চিমে সদর উপজেলা কমপ্লেক্সের দক্ষিণ পাশে অবস্থিত।

কেন্দ্রের দায়িত্বাবলী

1.এগ্রো ইকোলজিক্যাল জোন 11 এর উপযোগী পাট উৎপাদনের উন্নত প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে কেন্দ্র এবং কৃষকের জমিতে পরীক্ষণ স্থাপন।

2.স্থানীয় সমস্যাভিত্তিক পাট বীজ উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন।

3.আবহাওয়া জলবায়ু উপযোগী পাটের জাত উদ্ভাবন।

4.উদ্ভাবিত নতুন জাতের সারের মাত্রা নির্ধারণ এবং উৎপাদন ব্যয়ের সাথে আয়ের সমন্বয় স্থাপন।

5.পাট চাষের আন্তঃপরিচর্যা, রোগ পোকা মাকড় দমনের কার্যকরী অর্থনৈতিকভাবে লাভজনক প্রযুক্তি উদ্ভাবন।

6.অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ এনজিও এর সাথে প্রযুক্তি হস্তান্তরের নিমিত্তে যোগাযোগ রক্ষা করা।

7.উদ্ভাবিত নতুন প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে কৃষক কৃষি কর্মীদের প্রশিক্ষণ প্রদান।

8.পাট ভিত্তিক শস্য পর্যায় এবং আয় ব্যয়ের সমন্বয় সাধন।

9.বিএডিসির চাহিদা মোতাবেক প্রজনন বীজ উৎপাদন।

10.টিিএল,এস বীজ উৎপাদন এবং কৃষক পর্যায়ে সরবরাহ।