Back

Invent fabrics from yarn blended in a blend of fleece and jute fibers

ক্রঃ নং

জাত/প্রযুক্তির নাম

জাত/প্রযু্ক্তির বর্ণনা (ছবি এবং বিস্তারিত বিবরণ)

মন্তব্য (যদি থাকে)

০৯.

ভেড়ার লোম ও পাটের আঁশ এর মিশ্রনে মিশ্রিত সূতা থেকে ফেব্রিক্স উদ্ভাবন।

প্রযুক্তির বৈশিষ্ট্যঃ ভেড়ার লোমের সাথে পাটের আঁশ মিশ্রিত করে স্পিনিং এর মাধ্যমে প্রাপ্তি সুতা থেকে এখানে ফেবিক্স তৈরী করা হয়। এই সুতা থেকে নির্মিত ফেবিক্স পরিবেশ বান্ধব ও এর তৈরী ব্যয় খুব কম।

প্রযুক্তির উপযোগিতাঃ কম্বল, ফার্নিশিং ফেবিক্স, পাপোশ ইত্যাদি।

শিল্প কারখানা পর্যায়ের তথ্যঃ ভেড়ার লোম ও পাটের আঁশ এর মিশ্রনে তৈরী সুতা উইভিং মেশিনের মাধ্যমে শিল্প পর্যায়ে ফেবিক্স তৈরী হয়।

প্রযুক্তি হতে ফলন/প্রাপ্তিঃ

পূর্বেঃ ভেড়ার লোমের সাথে পাটের আঁশ মিশ্রিত করে স্পিনিং করে উল পাট তৈরী হতো।

পরেঃ এই প্রযুক্তি থেকে পাপ্ত সুতা সোয়েটার, মাফলার, টুপিতে ব্যবহৃত হবে।




চিত্র: ভেড়ার লোম ও পাটের আঁশ এর মিশ্রনে মিশ্রিত সূতা থেকে ফেব্রিক্স