Invent fabrics from yarn blended in a blend of fleece and jute fibers
ক্রঃ নং |
জাত/প্রযুক্তির নাম |
জাত/প্রযু্ক্তির বর্ণনা (ছবি এবং বিস্তারিত বিবরণ) |
মন্তব্য (যদি থাকে) | |||
০৯. |
ভেড়ার লোম ও পাটের আঁশ এর মিশ্রনে মিশ্রিত সূতা থেকে ফেব্রিক্স উদ্ভাবন। |
প্রযুক্তির বৈশিষ্ট্যঃ ভেড়ার লোমের সাথে পাটের আঁশ মিশ্রিত করে স্পিনিং এর মাধ্যমে প্রাপ্তি সুতা থেকে এখানে ফেবিক্স তৈরী করা হয়। এই সুতা থেকে নির্মিত ফেবিক্স পরিবেশ বান্ধব ও এর তৈরী ব্যয় খুব কম। প্রযুক্তির উপযোগিতাঃ কম্বল, ফার্নিশিং ফেবিক্স, পাপোশ ইত্যাদি। শিল্প কারখানা পর্যায়ের তথ্যঃ ভেড়ার লোম ও পাটের আঁশ এর মিশ্রনে তৈরী সুতা উইভিং মেশিনের মাধ্যমে শিল্প পর্যায়ে ফেবিক্স তৈরী হয়। প্রযুক্তি হতে ফলন/প্রাপ্তিঃ পূর্বেঃ ভেড়ার লোমের সাথে পাটের আঁশ মিশ্রিত করে স্পিনিং করে উল পাট তৈরী হতো। পরেঃ এই প্রযুক্তি থেকে পাপ্ত সুতা সোয়েটার, মাফলার, টুপিতে ব্যবহৃত হবে।
|
|