Jute Agriculture Experimental Station, Manikgonj

 Manikganj

পাট কৃষি পরীক্ষা কেন্দ্র, জাগীর, মানিকগঞ্জ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র। বিজেআরআই এর কৃষি শাখার প্রায় সকল গবেষণা কার্যক্রম এই কেন্দ্রে পরিচালিত হয়। কেন্দ্রটি 1976 সালে মানিকগঞ্জের জায়গীরে (জেলা সদর থেকে 4 কিলোমিটার উত্তরে) প্রতিষ্ঠিত হয়। এই কেন্দ্রের মোট আয়তন ১০২.৯৫ একর।

কেন্দ্রের প্রধান লক্ষ্য উদ্দেশ্য

পাটের প্রজনন সম্পদ উন্নয়নে গবেষণাসহ বিজেআরআই-এর কৃষি শাখার বিভিন্ন বিভাগের গবেষণা কার্যক্রমসমূহ বাস্তবায়নের লক্ষ্যে গবেষণা পরীক্ষণ স্থাপন বাস্তবায়ন।

পাটের প্রজনন বীজ উৎপাদন বিএডিসি-কে সরবরাহ। এছাড়া পর্যাপ্ত পরিমান পাটের মানঘোষিত বীজ উৎপাদন করে কৃষক পর্যায়ে বিতরণের মাধ্যমে উন্নত বীজের চাহিদা পূরণে কর্মসূচী গ্রহণ।

পাট চাষের আঞ্চলিক সমস্যাসমূহ চিহ্নিতকরণ সমস্যা সমাধানকল্পে গবেষণা কার্যক্রম প্রণয়নে বিজেআরআই কৃষি শাখার বিভিন্ন বিভাগকে সহযোগিতাদান।

পাটের উদ্ভাবিত উন্নতজাত এবং প্রযুক্তিসমূহ মূল্যায়ন, সম্প্রসারণ উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল সরকারী বেসরকারী সংস্থার মাঠকর্মী এবং কৃষক প্রশিক্ষণের কার্যক্রম গ্রহণ বাস্তবায়ন।