Determination of retting time and fibre quality of BJRI Tossa jute-5 (2008)
প্রযুক্তির
নাম |
|
বিজেআরআই তোষা পাট-৫ পচন সময় ও আঁশের মান নির্ণয় (সন ২০০৮) Determination of retting time and fibre quality of BJRI Tossa jute-5 |
প্রযুক্তির
বৈশিষ্ঠ্য |
|
পাট গাছের পচন সম্পন্ন হতে সময় লেগেছিল ১৫ দিন। |
প্রযুক্তির
উপযোগিতা |
|
তোষা পাট চাষ হয় এমন সকল
এলাকা প্রযোজ্য। |
প্রযুক্তি
ব্যবহার পদ্ধতির সংক্ষিপ্ত
বিবরণ |
|
বিজেআরআই তোষা পাট-৫ এর ১০০-১১০ দিন বয়সের গাছ কেটে পাতা
ঝড়ানোর জন্য জমিতেই ৩-৪ দিনের জন্য স্তুপ দিয়ে রেখে দিতে হয়। পাতা ঝড়ানোর পর পাট
গাছগুলি পুকুরের পানিতে উন্নত পদ্ধতিতে জাক দিয়ে পাটের পচন সম্পন্ন করা হয়। অতঃপর
আঁশের গোড়ার অংশে বাঁশ/কাঠের হাতুড়ি দিয়ে থেতলে নিয়ে আঁশ ছাড়িয়ে নিয়ে যথাসম্ভব পরিষ্কার
পানিতে ধুয়ে নিতে হয়। ধৌত করা আঁশ বাঁশের আড়ায় বা ব্রিজের রেলিং-এ ভাল ভাবে শুকাতে
হয়। লক্ষ্য রাখতে হবে আঁশে যেন ময়লা বা ধূলাবালি লেগে না থাকে। আঁশ ভালভাবে শুকিয়ে
গুদামজাত করতে হয়। কারণ ভিজা আঁশ কখনও গুদামজাত করা উচিৎ নয়। এতে আঁশের মান নষ্ট
হয়ে যায়। |
প্রযুক্তি
হতে প্রপ্তি |
|
ক) ভাল মান সম্পন্ন আগাম আঁশ প্রাপ্তি। খ) ভাল আঁশে কৃষকগণ আর্থিকভাবে বেশী লাভবান হন। |