Low cost Retting using Hessian as Covering material (2010)
প্রযুক্তির
নাম |
|
কাভারিং ম্যাটেরিয়াল হিসেবে চটের বস্তা ব্যবহার করে স্বল্প
খরচে পাটের পচন পদ্ধতি (সন ২০১০) Low cost Retting using
Hessian as Covering material |
||||||
প্রযুক্তির
বৈশিষ্ঠ্য |
|
স্বল্প
খরচে উন্নতমানের পাট আঁশ উৎপাদন। |
||||||
প্রযুক্তির
উপযোগিতা |
|
দেশের পাট উৎপাদনশীল সকল
এলাকা। |
||||||
প্রযুক্তি
ব্যবহার পদ্ধতির সংক্ষিপ্ত
বিবরণ |
|
পাট গাছের বয়স ১০০-১১০ দিন হলে পাট গাছ কেটে নিয়ে পাট গাছগুলোকে
নির্দিষ্ট ওজনের (১০ সের/কেজি) আঁটি বাঁধতে হবে। আঁটি যেন খুব শক্ত করে বাধা না হয়।
আঁটি বাধা শেষ হলে সেগুলা ৩-৪ দিন জমির উপর স্তুপ করে রাখতে হবে। এই সময়ের মধ্যে
পাতা ঝরে যাবে এবং গাছগুলো কিছুটা শুকিয়ে যাবে। অতঃপর পাট গাছের আঁটিগুলোকে কোন জলাশয়ে
প্রচলিত নিয়মে জাক দিতে হবে। জাক তৈরীর সময় পাটের আঁটিগুলোকে প্রথম স্তরে লম্বালম্বিভাবে
সাজাতে হবে। দ্বিতীয় স্তরে আঁটিগুলোকে আড়াআড়িভাবে সাজাতে হবে। তৃতীয় স্তরে আবার লম্বালম্বিভাবে
সাজাতে হবে। এভাবে জাক তৈরী করলে এবং পানিতে থাকা অনুজীব জাকের মধ্যে সহজে চলাফেরা
করতে পারে এবং পচন ক্রিয়া ভাল হয়।জাক দেওয়া সম্পন্ন হলে পুরোনো বা অব্যবহারযোগ্য
চটের কাপড় বা বস্তা দিয়ে জাক দেওয়া পাটের উপরিভাগ ঢেকে দিতে হবে। চট বা বস্তার শেষ
প্রান্তগুলো যেন পানির মধ্যে থাকে, পানির কৌশিক আর্কষণের (Capillary
Action)
ফলে চটের উপরিভাগ ভিজে থাকার জন্য জাকের উপরের দিকের পাট গাছগুলো সহজে শুকোবেনা এবং
সমানভাবে ভিজে থাকবে। পলিথিন ব্যাগে বালি, ইটের টুকরো অথবা ছোট পাথর ভর্তি করে Weighting
Meterial
তৈরী করতে হবে যা জাকের পানিকে বেশী কলুষিত করে না। ফলে এই পানি পাট পচন কাজে একাধিকবার
ব্যবহার করা যাবে এবং পাট গাছগুলোকে জাকের পানিতে পুরোপুরি ডুবিয়ে রাখতে সাহায্য
করে। জাকের উপরিভাগের বস্তা শুকিয়ে গেলে দু-এক বালতি পানি দিয়ে জাকের উপরিভাগের চট
কাপড় বা বস্তা ভালোভাবে ভিজেয়ে দিতে হবে। যাতে জাকের পুরোটাই ভালোভাবে ভিজে থাকে।
পাটের পচন ক্রিয়া শেষ হলে যথারীতি পাট আঁশ ছাড়িয়ে নিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়ে
বাঁশের আড়ানিতে ঝুলিয়ে শুকাতে হবে। |
||||||
প্রযুক্তি
হতে প্রপ্তি / ফলন |
|
উৎপাদিত উন্নতমানের পাট আঁশ বেশী মূল্যে বিক্রয় করা যায়। |
||||||
প্রযুক্তির
ছবি |
|
|