Back

Ribbon Retting (2012)

প্রযুক্তির নাম

 

রিবন রেটিং (সন ২০১২) Ribbon Retting

প্রযুক্তির বৈশিষ্ঠ্য

 

* পাট পচনের পানি ও সময় কম লাগে।

* পাট পচনের গর্তের পানি জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করা যায়।

* পাট আঁশের মান উন্নত হয় এবং বেশি মূল্য পাওয়া যায়।

* এ পচন পদ্ধতি পরিবেশ বান্ধব ও স্বাস্থ্য সম্মত।

প্রযুক্তির উপযোগিতা

 

পাট পচন পানি স্বল্প এলাকার জন্য প্রযোজ্য।

প্রযুক্তি ব্যবহার পদ্ধতির

সংক্ষিপ্ত বিবরণ

 

*প্রতি বিঘা জমিতে উৎপাদিত পাটের ছাল পচানোর জন্য (১২ হাত ঢ ৪ হাত ঢ ২ হাত) পরিমাপের গর্ত করতে হবে এবং পলিথিন দিয়ে গর্তের তলা ও কিনারা ভালভাবে ঢেকে দিয়ে পরিমাণমত পানি দিতে হবে।

* জুট রিবনারের সাহায্যে ছাড়ানো ছালগুলো সহজভাবে মোড়া/বান্ডিল করে বাঁধুন যেন পাট ধোয়ার সময় শ্রমিক সাশ্রয় হয়। ছালের বান্ডিল/মোড়াগুলি পুকুরে, ডোবায় , মাটি/সিমেন্টের চাড়িতে/বড় ড্রাম বা মটির গর্তে পলিথিন ব্যবহার করে জাক দিন।

* পানির তাপামাত্রা ও অনুজীবের উপস্থিতির উপর পচন সময় নির্ভর করে। সাধারণত ১২-১৫ দিনের মধ্যে পচন সম্পন্ন হয়। তবে পানি কমে গেলে গর্তে অতিরিক্ত পানি দিতে হবে।

* ছালের পচন ক্রিয়া তরান্বিত করার জন্য গর্তের পানিতে কিছু পাট পচন পানি দিতে হবে, অথবা ১০০০ কেজি ছালের জন্য ১৫০ গ্রাম ইউরিয়া সার পানিতে মিশিয়ে দিতে হবে। পাটের পচন সম্পন্ন হলে তা পরিষ্কার পাটিতে ধুয়ে নিয়ে বাঁশের আড়ানি বা ঘরের টিনের চালে শুকিয়ে নিয়ে বিক্রয় বা গুদামজাত করতে হয় ।

প্রযুক্তি হতে প্রপ্তি / ফলন

 

উন্নতমানের পাট আঁশ এ কৃষক আর্থিকভাবে লাভবান হয় ।

প্রযুক্তির ছবি

 

 

পাটের ছাল

পলিথিন বিছানো গর্তে পাটের ছাল

কচুরীপানা দ্বারা ছালকে ঢাকা হয়েছে

পচনকৃত পাট আঁশ

পাট আঁশ ধোয়া হচ্ছে

পাট আঁশ শুকানো হচ্ছে