Back

Development of BJRI Auto Power Jute Ribboner, Ribboning and Ribbon Retting (2015)

প্রযুক্তির নাম

 

স্বয়ংক্রিয় জুট রিবনার উদ্ভাবন, পাটের ছালকরণ পচন (সন ২০১৫) Development of BJRI Auto Power Jute Ribboner, Ribboning and Ribbon Retting

প্রযুক্তির বৈশিষ্ঠ্য

 

* পাটের ছালকরণের স্বয়ংক্রিয় জুট রিবনার লোহার এঙ্গেল পাতের শীট সমেত ৩টি চাকা বিশিষ্ট মজবুদ ফ্রেম বিদ্যমান যন্ত্রের বিভিন্ন অংশের নাম ; লোহার ফ্রেমের উপর অবস্থিত ২টি লোহার ড্রামের উপরে ১২টি বেø সংযুক্ত, জোড়া পিনিয়াম, ২টি ফিডার রোলার, ইনপুট ট্রে, আউট পুট বেল্ট এবং ডিজেল চালিত ১২ হোঃ শক্তির ১টি শ্যালো ইঞ্জিন

* এটি একটি আপদকালীন পাট পচন প্রযুক্তি যন্ত্রের সাহায্যে পাট গাছ না পচিয়ে কাঁচা পাট গাছ স্বয়ংক্রিয় জুট রিবনারের সাহায্যে ছাল ছাড়িয়ে ছাল পচানো হয় ছাল ছাড়ানোর সময় পাট কাঠি ভেঙ্গে যায়, ভাঙ্গা পাট কাঠি জ্বালানি কার্বন শিল্পে ব্যবহার হয়

* দ্রততার সাথে পাটের ছালকরণ করা যায়, শ্রমিক খরচ কম হয় এবং কায়িক শ্রম কম হয় , শ্রমিকের কর্মবিরতি কম লাগে

* কৃষকের পছন্দমত জায়গায় গর্ত করে বা খাল, বিল, পুকুর, নালা ইত্যাদিতে সহজেই পাটের ছাল পচানো যায়

* উন্নতমানের পাট আঁশ পাওয়া যায়, কৃষক মূল্য বেশী পায়

* এটি একটি পরিবেশ বান্ধব পচন প্রযুক্তি

প্রযুক্তির উপযোগিতা

 

* যে সমস্ত এলাকায় পাট পচন পানির সমস্যা আছে শুধুমাত্র সেই সকল এলাকার জন্য এ প্রযুক্তি প্রযোজ্য।

* এ যন্ত্র ব্যবহার করে অতি দ্রুততার সাথে কাঁচা পাট গাছ হতে ছাল ছাড়িয়ে নিয়ে ২১পচন কাজ সম্পন্ন করতে হয়। যে সমস্ত এলাকায় প্রচুর পাট উৎপন্ন হয়, অথচ প্রয়োজনীয় পচন পানির অভাবে চাষীগণ পাট সঠিকভাবে পচাতে পারছেন না, ফলে উৎপাদিত আঁশের মান অত্যন্ত নিম্মমানের হচ্ছে। সে সমস্ত এলাকায় এ প্রযুক্তিটি সার্থক ভাবে ব্যবহার করা যায়।

* প্রচলিত পদ্ধতির চেয়ে আগাম পাট কর্তন করতে হয় বলে সময়মত রোপা আমন ধান চাষ করা যায়।

মাঠ পর্যায়ে করনীয়

 

* এ পদ্ধতিতে পুরো পাট গাছ না পচিয়ে কাঁচা পাট গাছ হতে ছাল ছাড়িয়ে নিয়ে ছাল পচাতে হয়।

* পাট গাছের বয়স ১২০ দিন হলে পাট কাটতে হবে। তবে ফুল আসার পূর্ব পর্যন্ত পাট কেটে এ যন্ত্রের সাহায্যে রিবনিং বরা যাবে।

* পাট কাটার পর এক সাথে ১৫-২০টি পাট গাছ স্বয়ংক্রিয় জুট রিবনারের ইনপুট ট্রের উপরে দিলে স্বয়ংক্রিয় ভাবে পাট গাছগুলি মেশিনের মধ্যে দিয়ে প্রবেশ করবে এবং পাটের ছাল ও ভাংগা পাট কাঠি এক সংগে ও আলাদা ভাবে বের হয়ে আসবে।

* ছালগুলিকে একত্রিত করে বান্ডিল বাঁধতে হবে যেন পাট ধোয়ার সময় সহজে খোলা যায়। পরবর্তীতে ছালের বান্ডিলগুলিকে একত্রিত জাক দেওয়ার জন্য প্রস্তত রাখতে হবে।

* প্রতি বিঘা (৩৩ শতাংশ) জমিতে উৎপাদিত পাটের ছাল (প্রায় ৩০০০-৪৫০০ কেজি) পচানোর জন্য ১টি গর্ত (৬ মিটার ী ৪ মিটার ী ১ মিটার) করতে হবে। গর্তের নিচ ও চারিপাশে ১টি পলিথিন কাগজ বিছিয়ে দিতে হবে, যেন পানি মাটিতে চলে না যায়।

* গর্তে খাল বা বিলের ৮০০০-৯০০০ লিটার পানি দিয়ে ভরে দিতে হবে। তবে ট্যাপের ফ্রেশ পানি ব্যবহার করলে সেই পানিতে অবশ্যই কিছু পরিমাণ পাট পচন পানি যোগ করতে হবে। এতে পচন কার্য ত্বরান্বিত হবে।

* ছালের বান্ডিল/ মোড়াগুলি পূর্বে তৈরী করা পলিথিন বিছানো মাটির গর্তে বা পুকুরে, ডোবায়/ সিমেন্টের চাড়িতে/ বড় ড্রামের পানিতে ডুবিয়ে জাক দিতে হবে।

* এ যন্ত্র ব্যবহার করে অতি দ্রুততার সাথে কাঁচা পাট গাছ হতে ছাল ছাড়িয়ে নিয়ে পচন কাজ সম্পন্ন করতে হয়।

* পাট কাটার সাথে সাথে “ছালকরণ করার প্রয়োজন হয় না। রৌদ্রে পাট গাছ শুকিয়ে গেলে ছালকরণে তেমন সমস্যা হবে না।

* ৮-১০ দিন পর জাক পরীক্ষা করতে হবে। পাট জাক আসা সম্পন্ন হলে পরিষ্কার পানিতে বা মাটির চাড়িতে ধুয়ে বাঁশের আড়ায় ভালভাবে শুকিয়ে গুদামজাত করতে হবে।

* কৃষক পর্যায়ে প্রযুক্তিটির অধিকতর সম্প্রসারণের লক্ষ্যে পাট চাষিদের সঠিক সময়ে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করতে হবে।

প্রযুক্তি হতে প্রপ্তি / ফলন

 

* স্বয়ংক্রিয় জুট রিবনার একটি ডিজেল চালিত শ্যালো মেশিন বা ১২ হর্স শক্তি সম্পন্ন বৈদ্যুতিক মটর দ্বারা পরিচালিত হয়।

* এ যন্ত্রের সাহায্যে ছাল ছাড়াতে পাট গাছের গোড়া থেঁতলানোর প্রয়োজন হয় না।

* স্বয়ংক্রিয় /অটো জুট রিবনার দ্বারা ৪ জন শ্রমিক প্রতি দিনে ৮ ঘন্টায় ১.৩০ বিঘা জমির পাটের ছালকরণ করতে পারে।

* পাটের ছালকরণে স্বয়ংক্রিয় জুট রিবনারের সাহায্যে প্রতি বিঘা জমির পাট ফসল কর্তন থেকে আঁশ শুকানো পর্যন্ত ১২ জন শ্রমিকের প্রয়োজন হয় অর্থাৎ প্রতি বিঘায় কমপক্ষে ২-৩ জন শ্রমিক পাওয়ার জুট রিবনার এর চেয়ে কম লাগে।

* কাটিংস মুক্ত উন্নত মানের পাট আঁশ পাওয়া যায়, পাট আঁশের মূল্য বেশী হওয়ায় কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হয়।

* পচন প্রক্রিয়াটি কম পানিতে, তুলনামূলক কম সময়ে সম্পন্ন্ হয়।

* পাট ফসল কর্তন থেকে আঁশ শুকানো পর্যন্ত শ্রমিক খরচ কম হওয়ায় প্রযুক্তিটি আর্থিকভাবে লাভবান।

* পাটের রিবনিং বা ছালকরনের ক্ষেত্রে পাটকে ১০-১৫ দিন আগাম কর্তন করা যায় বলে পাট ভিত্তিক বিভিন্ন শস্য বিন্যাসে পাটের পরে সময়মত রোপা আমন ধানের চাষ করা যায়।

প্রযুক্তির ছবি