Back

BJRI Jute Harvester / Jute Cutting Machine (Year 2019)

প্রযুক্তির নাম

 

বিজেআরআই জুট হার্ভেস্টার/ পাট কাটার যন্ত্র (সন ২০১৯)

প্রযুক্তির বৈশিষ্ঠ্য

 

() স্থানীয় কাঁচামাল দিয়ে দেশীয় কারাখানায় তৈরি মেরামতযোগ্য একটি যন্ত্র

() যন্ত্রটি দ্বারা ঘন্টায় একর জমির পাট কর্তন, আঁটি বাধা স্তুপ দেওয়াতে মাত্র জন শ্রমিকের প্রয়োজন হয়

() যন্ত্রের কার্যক্ষমতা ২০ শতাংশ/ঘন্টা/শ্রমিক

() দ্রততম সময়ে পাট কাটা যায় বলে পরবর্তী ফসল সময়মত চাষ করা যায়

() যন্ত্রটি ব্যবহারে জ্বালানী (ডিজেল) খরচ . লিটার/একর/ঘন্টা

() যন্ত্রটি চালাতে ১২ অশ্বশক্তির ইঞ্জিন সম্বলিত একটি পাওয়ার টিলার প্রয়োজন হয়

প্রযুক্তির উপযোগিতা

 

দেশের পাট উৎপাদনকারী সকল এলাকাতবে জলাবদ্ধতা সম্পন্ন পাটের জমি এ প্রযুক্তির জন্য উপযোগী নয়

প্রযুক্তি  ব্যবহার পদ্ধতির

সংক্ষিপ্ত বিবরণ

 

এটি পাওয়ার টিলার চালিত এমন একটি যন্ত্র যা দিয়ে জমিতে পাট কর্তন করা হয়। পাওয়ার টিলারের সব লিভার নিউট্রালে রেখে ইঞ্জিনটি চালু করা হয়। অতঃপর চাকার লিভার টেনে চাকায় শক্তি দিলে যন্ত্রটি সামনের দিকে অগ্রসর হয় এবং অগ্রসর হওয়ার সাথে সাথে পাট বিভাজক/ডিভাইডার পাট গাছকে পৃথক ও কর্তন করে ডান দিকে জমিতে ফেলে দিয়ে সামনের দিকে অগ্রসর হয়। পরিশেষে কর্তনকৃত পাট গাছগুলোকে ম্যানুয়ালী আটি (২০-২৫ টি গাছ একত্রে) বেঁধে সংগ্রহ করে পাতা ঝরানোর জন্য স্তূপ করে রাখতে হয়।

প্রযুক্তি হতে প্রপ্তি / ফলন

 

(১) একর প্রতি উৎপাদন ব্যয় ৪ থেকে ৫ হাজার টাকা কমানো যায়।

(২) একর প্রতি ৬০ থেকে ৭০ কর্মঘন্টা সাশ্রয় হবে যা কৃষক অন্য কোন ফসল উৎপাদনে ব্যবহার করতে পারবে।

(৩) অল্প সময় ও স্বল্প শ্রমিক ব্যবহারে পাট কর্তন করা যায় বিধায় কৃষকগণ অর্থনৈতিক ভাবে লভবান হতে পারে।

প্রযুক্তির ছবি