Back

Seed Purification Organic Fertilizer (HYT-D) for control of soft rot and root rot disease of jute soil borne fungi

প্রযুক্তির নাম

 

পাটের মাটি বাহিত ছত্রাক জনিত রোগ নরম পঁচা গোড়া পঁচা রোগের দমনের জন্য বীজ শোধনকারী জৈব উপাদান (HYT-D)

উদ্ভাবনরে সাল

 

২০১৭ ই

প্রযুক্তির বৈশিষ্ঠ্য

 

) জৈব উপাদান এবং তরল

) শোধনকৃত বীজ অতি অল্প সময়ের মধ্যে শুকিয়ে যায়

) চারা গাছের ছত্রাক জনিত রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে ছত্রাকের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে

) বীজের অংকুরোদগম ক্ষমতা বৃদ্ধি করে

) সুস্থ প্রানশক্তি সম্পন্ন চারা গজানোতে সহায়তা করে

প্রযুক্তির উপযোগিতা

 

পাটের মাটি বাহিত ছত্রাক Sclerotium Rolfsii এবং Rhizoctonia Solani জনিত রোগ নরম পচা ও গোড়া পচা রোগ দমনের জন্য বীজ শোধনকারী হিসেবে জৈব উপাদান (HYT-D) এর ব্যবহার করা যায় ।

মাঠ পর্যায়ের তথ্য

 

শতকরা ৮০ ভাগের উপরে নরম পঁচা গোড়া পঁচা রোগ দমন হয়ে থাকে।

প্রযুক্তি হতে প্রপ্তি

 

নরম পঁচা গোড়া পঁচা রোগ দমন এবং বীজের অংকুরোদগম  সন্তোষজনক ।