Back

Control of jute chlorosis / mosaic disease

প্রযুক্তির নাম

 

পাটের ক্লোরোসিস/ মোজাইক রোগের নিয়ন্ত্রন

উদ্ভাবনরে সাল

 

২০০৬ ইং

প্রযুক্তির বৈশিষ্ঠ্য

 

() মাঠ থেকে রোগাক্রান্ত গাছকে তুলে ফেলতে হবে এবং তা পুড়িয়ে ফেলতে হবে

() মোজাইক ভাইরাসের বাহক White Fly দমনের জন্য Malathion-57 EC, Sumithion-60 EC ব্যবহার করতে হবেএটাই সবচেয়ে বেশী কার্যকরী পদ্ধতি

() সুস্থ গাছ হতে পাট বীজ সংগ্রহ করতে হবেইহা পাটের মোজাইক রোগের নিয়ন্ত্রণ পদ্ধতি

প্রযুক্তির উপযোগিতা

 

পাটের ভাইরাস জনিত রোগ বিস্তারের বাহন দমনের জন্য উক্ত কীটনাশক ব্যবহার করা যায়

মাঠ পর্যায়ের তথ্য

 

শতকরা ৮০ ভাগের উপরে পোকা দমন হয়ে থাকে।

প্রযুক্তি হতে প্রপ্তি

 

ভাইরাস জনিত রোগ দমন সন্তোষজনক ।