Jute Composite (Thermo-Plastic)
প্রযুক্তির
নামঃ |
জুট কম্পোজিট (থার্মো-প্লাস্টিক) |
||
প্রযুক্তির
বৈশিষ্ট্যঃ |
- অনেক বেশি শক্ত, টেকসই এবং মরিচা
ধরেনা । - পচনশীল ও অপচনশীল উভয় প্রকার কম্পোজিট
তৈরী করা যায়। - পরিবেশ বান্ধব ও
শিল্পে ব্যবহারযোগ্য। |
||
প্রযুক্তির
উপযোগিতাঃ |
- প্লাস্টিক/কাঠের
বিকল্প হিসাবে ব্যবহার উপযোগী। - সিলিং প্যানেল,
পার্টিশন প্যানেল, টেবিল টপসহ বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরীতে এই কম্পোজিট ব্যবহার করা যায়। - কাঠের বিকল্প হিসাবে
এই কম্পোজিট ব্যবহার করা যাবে। - অটোমোবাইল পার্টস
যেমন, ড্যাশ বোর্ড, ডোর প্যানেল ইত্যাদি তৈরীতে ব্যবহার উপযোগী। |
||
প্রযুক্তি
ব্যবহার পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণঃ
|
এই কম্পোজিটে রিইনফোর্সডমেন্ট এর মূল উপাদান হিসেবে সাধারণত পাট আঁশ বা পাটের তৈরী ওভেন কাপড় ব্যবহার করা হয়ে থাকে।সাধারণত পাটের কাপড়/পাট আঁশ ও পলিপ্রপাইলিনের দানা এ ধরনের কম্পোজিট তৈরীর মূল উপাদান। প্রথমে ৩০সে.মি.× ৩০সে.মি. ডাইসের মাঝে পলিপ্রপাইলিনের দানা স্হাপন করে, ৩০সে.মি.×৩০সে.মি. সাইজের ১মি.মি. পুরু শীটের জন্য ২০০ গ্রাম পরিমান পিপি দানা হট প্রেস মেশিনে ১৮০˚ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও ৪০০০ পাউন্ড চাপে, ১০ মিনিট রেখে ১মি.মি. পুরুত্ব বিশিষ্ট পিপি শীট তৈরি করা হয়। এভাবে তৈরিকৃত ৩টি পিপি শীট ও এদের মাঝে পর্যায়ক্রমিক ভাবে স্হাপিত ২টি পাটের আঁশের (2 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট) স্তরকে মোল্ডের ২টি প্লেটের মাঝে রাখে ১৮০˚ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও ৪৫০০ পাউন্ড চাপে, ১৫-১৬ মিনিট রেখে জুট/ পিপি কম্পোজিট তৈরি করা হয়। তৈরিকৃত কম্পোজিট হটপ্রেস মেশিন বন্ধ অবস্হায় ৩-৪ ঘন্টা মেশিনে রেখে অথবা,ঠান্ডা পানির প্রবাহের মাধ্যমে স্বাভাবিক তাপমাত্রায় এনে ব্যবহার উপযোগী করা হয়। চিত্র 1: জুট কম্পোজিট (থার্মো-প্লাস্টিক) |
||
প্রযুক্তিহতে
প্রাপ্তিঃ |
·
এ প্রযুক্তি হতে উদ্ভাবিত জুট কম্পোজিট
ব্যবহার করার ফলে প্লাষ্টিক পণ্যের ব্যবহার কমে যাবে । এতে পরিবেশ উন্নত হবে। ·
তাছাড়া, জুট কম্পোজিট তৈরীর কারখানা
স্থাপিত হলে উৎপাদিত কম্পোজিট পণ্য দেশে কাঠের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে ।
|