Back

Jute Composite (Thermo-Plastic)

প্রযুক্তির নামঃ

জুট কম্পোজিট (থার্মো-প্লাস্টিক)

প্রযুক্তির বৈশিষ্ট্যঃ

- অনেক বেশি শক্ত, টেকসই এবং মরিচা ধরেনা ।

- পচনশীল ও অপচনশীল উভয় প্রকার কম্পোজিট তৈরী করা যায়।

- পরিবেশ বান্ধব ও শিল্পে ব্যবহারযোগ্য।

প্রযুক্তির উপযোগিতাঃ

- প্লাস্টিক/কাঠের বিকল্প হিসাবে ব্যবহার উপযোগী।

- সিলিং প্যানেল, পার্টিশন প্যানেল, টেবিল টপসহ বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরীতে এই কম্পোজিট ব্যবহার  করা যায়।

- কাঠের বিকল্প হিসাবে এই কম্পোজিট ব্যবহার করা যাবে।

- অটোমোবাইল পার্টস যেমন, ড্যাশ বোর্ড, ডোর প্যানেল ইত্যাদি তৈরীতে ব্যবহার উপযোগী।

প্রযুক্তি ব্যবহার পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণঃ

 

এই কম্পোজিটে রিইনফোর্সডমেন্ট এর মূল উপাদান হিসেবে সাধারণত পাট আঁশ বা পাটের তৈরী ওভেন কাপড় ব্যবহার করা হয়ে থাকে।সাধারণত পাটের কাপড়/পাট আঁশ ও পলিপ্রপাইলিনের দানা এ ধরনের কম্পোজিট তৈরীর মূল উপাদান। প্রথমে ৩০সে.মি.× ৩০সে.মি. ডাইসের মাঝে পলিপ্রপাইলিনের দানা স্হাপন করে, ৩০সে.মি.×৩০সে.মি. সাইজের ১মি.মি. পুরু শীটের জন্য ২০০ গ্রাম পরিমান পিপি দানা হট প্রেস মেশিনে ১৮০˚ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও ৪০০০ পাউন্ড চাপে, ১০ মিনিট রেখে ১মি.মি. পুরুত্ব বিশিষ্ট পিপি শীট তৈরি করা হয়। এভাবে তৈরিকৃত ৩টি পিপি শীট ও এদের মাঝে পর্যায়ক্রমিক ভাবে স্হাপিত ২টি পাটের আঁশের (2 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট) স্তরকে মোল্ডের ২টি প্লেটের মাঝে রাখে ১৮০˚ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও ৪৫০০ পাউন্ড চাপে, ১৫-১৬ মিনিট রেখে জুট/ পিপি কম্পোজিট তৈরি করা হয়। তৈরিকৃত কম্পোজিট হটপ্রেস মেশিন বন্ধ অবস্হায় ৩-৪ ঘন্টা মেশিনে রেখে অথবা,ঠান্ডা পানির প্রবাহের মাধ্যমে স্বাভাবিক তাপমাত্রায় এনে ব্যবহার উপযোগী করা হয়।






                                     
চিত্র 1: জুট কম্পোজিট (থার্মো-প্লাস্টিক)


প্রযুক্তিহতে প্রাপ্তিঃ

·         এ প্রযুক্তি হতে উদ্ভাবিত জুট কম্পোজিট ব্যবহার করার ফলে প্লাষ্টিক পণ্যের ব্যবহার কমে যাবে । এতে পরিবেশ উন্নত হবে।

·         তাছাড়া, জুট কম্পোজিট তৈরীর কারখানা স্থাপিত হলে উৎপাদিত কম্পোজিট পণ্য দেশে কাঠের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে ।