Back

Technology of making jute-cotton blended yarn by rotor and ring spinning method

প্রযুক্তির নামঃ

রোটোর এবং রিং স্পিনিং পদ্ধতিতে পাট - তুলা মিশ্রিত সুতা তৈরীর প্রযুক্তি ।

প্রযুক্তির বৈশিষ্ট্যঃ

1। পাট-তুলা মিশ্রিত সুতা উৎপাদনে জনশক্তি কম লাগে।

2। অপচয় কম হয়।

3। উৎপাদানে ব্যয় কম হয়।

4। পাট-তুলা মিশ্রিত সুতা ডেনিম,পাঞ্জাবী,কটি,পর্দার কাপড় ইত্যাদি বিভিন্ন বৈচিত্রময় পণ্য তৈরীর উপযোগী।

প্রযুক্তির উপযোগিতাঃ

ব্লেন্ডিংহলো ভবিষ্যতের সবুজ বিশ্বায়নের জন্য পাটপণ্যের এক বিশেষ ক্ষেত্র। বাংলাদেশ প্রতি বছর প্রায় ৮০-৯০ লক্ষ বেল তুলা আমদানি করে যা স্পিনিং শিল্প গুলিতে ব্যবহৃত হয়। অন্যদিকে প্রতি বছর দেশে প্রায় ৬০-80 লক্ষ বেল  পাট আঁশ উৎপাদিত হয় যার 80% পাট ও পাটজাত পণ্য হিসাবে রপ্তানী করা হয়। কটন স্পিনিং পদ্ধতিতে কাঁচা পাট তুলার সাথে ব্লেন্ডিং করে উৎপাদিত সুতা দ্বারা  বৈচিত্রময় পণ্য তৈরী করা যাবে। টেক্সটাইল শিল্পে এই প্রযুক্তি ব্যবহার যোগ্য।

প্রযুক্তি ব্যবহার পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণঃ

 

উপকরণপাট:O-9897 জাতের পাট বিজেআরআই এর মানিকগঞ্জ স্টেশন থেকে সংগ্রহ করা হয়।বাছপাট (অপরিণতপাট) দেশের বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করা হয়।

তুলা: উজবেকিস্তানের তুলা দেশের বিভিন্ন টেক্সটাইল স্পিনিংমিল থেকে সংগ্রহ করা হয়।

কাঁচা পাটের কাটিং (স্ট্যাপলিং):প্রথমে কাঁচা পাটের তিনটি প্রধান অংশ যেমন আগা,গোড়া,ও মাঝের অংশ কাটা হয় এবংপরে এই তিনটি অংশ একটি কাটিং মেশিন দ্বারা 44 মিমি দৈর্ঘ্যে কাটা হয়।

রাসায়নিক পরিবর্তন:স্ট্যাপলিংপাট আঁশের মাঝের অংশটি    20 মিনিটের জন্য সাধারন তাপমাত্রায় 20%  NaOH দ্রবণ দিয়ে প্রথমে প্রক্রিয়করণ করা হয়।NaOH অপসারণ করতে আঁশ গুলি হাইড্রো এক্সট্রাকট করা হয়। পরে এগুলি বেশ কয়েকবার পানিতে ধুয়ে, পাতলা সালফিউরিক অ্যাসিড দিয়ে নিউট্রালাইজড করা হয় ও অবশেষে ধুয়ে ফেলা হয়।তারপরে ১০% হাইড্রোজেন পারক্সাইড দিয়ে 8৫ ডিগ্রি সে. তাপমাত্রায় 10-1০.৫ পিএইচ-এ 1 ঘন্টার জন্য আঁশগুলি ব্লিচিং করাহয়। এগুলি পরে ধুয়ে শুকানো হয়।

খোলা ও পরিষ্কারকরণ:পাট এবং তুলার আঁশ গুলিতে বিভিন্ন ধরণের ময়লা, ধূলিকণা, পাতা ইত্যাদি থাকে। অন্যদিকে, উভয় আঁশ প্রাথমিক পর্যায়ে কমপ্যাক্ট থাকে।সুতরাং তাদের নেট স্ট্রাক চারটি ভেঙে ফাইবারটি খোলার প্রয়োজন হয়। আবর্জনা কণা অপসারণ করে ফাইবার গুলি খোলার এবং পরিষ্কার করার জন্য তুলা এবংপাট আঁশ উভয়ের জন্যই একটি ওপেনার মেশিন ব্যবহৃতহয়।

মিশ্রণ:কার্যকরী বৈশিষ্ট্য গুলির উন্নতি, কর্মদক্ষতা, মিশ্রণ ব্যয় হ্রাস করতে এবং ফেন্সি ইফেক্ট পেতেপাট ও তুলার মিশ্রণ করা প্রয়োজন।খোলার এবং পরিষ্কার করার পরে পাটের আঁশ গুলি তুলার সাথে 10: 90, 20: 80 এবং 30:70 অনুপাতে মিশানো হয়।

স্লাইভার এবং সুতা প্রস্তুতকরণ:মিশ্রিত উপাদান গুলি ল্যাপ তৈরির জন্য স্কাচার মেশিনে দেওয়া হয়।স্লাইভার তৈরির জন্য এই ল্যাপগুলি একটি কার্ডিং মেশিনে দেওয়া হয়।কার্ডিং মেশিন থেকে উৎপাদিত স্লাইভার গুলি ড্রইং ফ্রেমে দেওয়া হয়।ড্রইং ফ্রেম থেকে প্রাপ্ত স্লাইভার গুলি রোটর স্পিনিং মেশিনে দিয়ে রোটর স্পান সুতা তৈরী করা হয়। অন্যদিকে ড্রইং ফ্রেমে স্লাইভারের উপর ডাবলিং এবং ড্রাফটিং অপারেশন প্রয়োগ করা হয়।এই স্লাইভার সিমপ্লেক্স মেশিনে হয়।সিমপ্লেক্স মেশিন থেকে উৎপাদিত রোভিং রিং ফ্রেমে দেয়া হয়।অবশেষে, রিং ফ্রেম থেকে উৎপাদিত সুতা গুলো ববিনে পেঁচানো হয়।


         


চিত্র ১: রিং ও রোটোর সুতা


প্রযুক্তিহতে প্রাপ্তিঃ

এই প্রযুক্তি ব্যবহারের ফলেপাট ও তুলা মিশ্রিত বহুমূখী পাট পণ্য উৎপাদন করা যাবে। এর ফলে পাটের ব্যবহার বৃদ্ধি পাবে। পাট চাষী ন্যায্য মূল্য পাবে। তাছাড়া পরিরবেশ বান্ধব পাট+তুলা মিশ্রিত পণ্য বিদেশে রপ্তানী করে বৈদেশিক মূদ্রা অর্জন করা যাবে।