Fireproof Jute Composite
প্রযুক্তির
নামঃ |
অগ্নিরোধী পাট কম্পোজিট |
প্রযুক্তির
বৈশিষ্ট্যঃ |
1। সহজে আগুনে পুড়ে না। 2। উচ্চতাপ বিশিষ্ট যন্ত্রপাতিতে
ব্যবহারযোগ্য। 3। উচ্চশক্তি বিশিষ্ট। 4। পানি শোষন ক্ষমতা তুলনামূলক ভাবে
কম। |
প্রযুক্তির
উপযোগিতাঃ |
যে সমস্ত ইন্ডাস্ট্রিতে
উচ্চতাপ বিশিষ্ট যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেখানে অগ্নিরোধী পাট কম্পোজিট ব্যবহৃত
হবে। এছাড়া, এই ধরনের অগ্নিরোধী পাট কম্পোজিট রান্নাঘরের ক্যাবিনেট, এবং অফিসের আনুষাঙ্গিক
আসবাবপত্রে ব্যবহৃত হবে। |
প্রযুক্তি
ব্যবহার পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণঃ
|
কাঁচা পাট আঁশকে ডাইএমোনিয়াম হাইড্রোজেন ফসফেট ব্যবহার করে অগ্নিরোধী করা হয়। অগ্নিরোধী বৈশিষ্ট্যযুক্ত পাট আঁশকে 5 মিমি দৈর্ঘ্যে কাঁটা হয় এবং উক্ত আঁশ যেন মেলিকেন এনহাইড্রেট পিপির সাথে মিশে তার জন্য ট্রিটেড আঁশ ও মেলিকেন গ্রাফটেড এনহাইড্রেট পিপিকে 120˚সে. এ উত্তপ্ত করা হয়। তারপরে এই মিশ্রণটি ফিমেল ডাইসে রেখে হটপ্রেস মেশিনে 1৮৫˚সে. এ 15 মিনিটের জন্য রেখে ৪০ কিলোনিউটন প্রেসার দেয়া হয়। তারপরে হটপ্রেসমেশিনে পানির প্রবাহ দিয়ে কম্পোজিটের নমুনাটিকে শীতল করে সাধারন তাপমাত্রায় আনা হয়। অগ্নিরোধী পাট কম্পোজিট তৈরির পরে, তাদের টেনসাইল, বেন্ডিং, ইমপেক্ট, ওয়াটার আপটেক, এফটিআইআর, এক্সআরডি, ফ্লেইমএভিলিটি ইত্যাদি অ্যাপ্লিকেশন অনুযায়ী বিভিন্ন বৈশিষ্ট্য টেস্ট করা হয়। সর্বোপরি অগ্নিরোধী পাট কম্পোজিট তৈরী করাহয়। চিত্র ১: অগ্নিরোধী পাট কম্পোজিট এর উৎপাদন |
প্রযুক্তি
হতে প্রাপ্তিঃ |
অগ্নিরোধী পাটের কম্পোজিট
একটি সম্ভাবনাময় ক্ষেত্র। এ প্রযুক্তি ব্যবহার করে উৎপাদিত পণ্য রান্নাঘরের ক্যাবিনেট,
আসবাবপত্র এবং উচ্চতাপ বিশিষ্টযন্ত্রপাতিতে ব্যবহার করা যাবে। এতে পাটের ব্যবহার
বৃদ্ধি পাবে। ফলে নতুন নতুন ইন্ড্রাস্ট্রি তৈরী হবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে। |