Anti-decomposing jute composite
প্রযুক্তির
নাম |
|
পচনরোধী পাট কম্পোজিট |
প্রযুক্তির
বৈশিষ্ঠ্য |
|
* এটি পরিবেশ বান্ধব পণ্য। * প্রস্তুতকৃত কম্পোজিট রিসাইকেলিং করা যায়। * ব্যবহৃত কাঁচামাল (PP) ওয়েস্টেজ পুনরায়
ব্যবহার যোগ্য। * উৎপাদিত পণ্য সহজে ফাংগাস/
ব্যাকটেরিয়া দ্বারা পঁচেনা। ফলে প্রোডাক্ট দীর্ঘ দিন টেকসই হয়। |
প্রযুক্তির
উপযোগিতা |
|
পচনরোধী পাটক ম্পোজিট ফুলের পাত্র, বেসিন, সিঙ্ক, বাথ টাব হিসাবে ব্যবহার করা যেতে পারে।পাট-ভিত্তিক কম্পোজিট উপরে উল্লিখিত পণ্য গুলিতে ব্যবহার শেষে এগুলো পুনর্ব্যবহার করা যাবে। পণ্যটি কি ভাবে পরিবেশবান্ধব হবে নীচের চিত্রে দেখানো হয়েছে। চিত্র ১: ফুলের
টব হিসেবে পাটের কম্পোজিটের ব্যবহার |
প্রযুক্তি
ব্যবহার পদ্ধতির সংক্ষিপ্ত
বিবরণ |
|
সাধারন তাপমাত্রা এবং আদ্রতায় কাঁচা পাটের আশঁকে কপারসালফেট এবং সোডিয়াম কার্বনেট ব্যবহার করে পচনরোধী করা হয়।তাদের গুনগত মান বের করার পর এদেরকে ৫ মিমি দৈর্ঘ্যে কাটা হয় এবং হটপ্রেস মেশিন ব্যবহার করে ১৮৫˚সে তাপমাত্রায় ৪০ কিলো নিউটন প্রেসারে পচনরোধী পাটের কম্পোজিট তৈরী করা হয়। পরিশেষে হট প্রেস মেশিনে পানির প্রবাহ দিয়ে পাট কম্পোজিটের নমুনাটিকে শীতল করা হয়।এভবে পচনরোধী পাট কম্পোজিট তৈরী হয়। চিত্র ২: পচনরোধী পাট কম্পোজিট |
প্রযুক্তি
হতে প্রপ্তি |
|
এই প্রযুক্তি ব্যবহারের ফলে পচনরোধী
পরিবেশ বান্ধবপাট পণ্য উৎপাদন করা যাবে। এতে প্লাষ্টিক পণ্যে পাট পণ্যব্যবহারের সুযোগ
তৈরী হবে এবং পাটের ব্যবহার বৃদ্ধি পাবে।
|