Back

Anti-decomposing jute composite

প্রযুক্তির নাম

 

পচনরোধী পাট কম্পোজিট

প্রযুক্তির বৈশিষ্ঠ্য

 

* এটি পরিবেশ বান্ধব পণ্য।

* প্রস্তুতকৃত কম্পোজিট রিসাইকেলিং করা যায়।

* ব্যবহৃত কাঁচামাল (PP) ওয়েস্টেজ পুনরায় ব্যবহার যোগ্য।

* উৎপাদিত পণ্য সহজে ফাংগাস/ ব্যাকটেরিয়া দ্বারা পঁচেনা। ফলে প্রোডাক্ট দীর্ঘ দিন টেকসই হয়।

প্রযুক্তির উপযোগিতা

 

পচনরোধী পাটক ম্পোজিট ফুলের পাত্র, বেসিন, সিঙ্ক, বাথ টাব হিসাবে ব্যবহার করা যেতে পারে।পাট-ভিত্তিক কম্পোজিট উপরে উল্লিখিত পণ্য গুলিতে ব্যবহার শেষে এগুলো পুনর্ব্যবহার করা যাবে। পণ্যটি কি ভাবে পরিবেশবান্ধব হবে নীচের চিত্রে দেখানো হয়েছে।


           চিত্র ১: ফুলের টব হিসেবে পাটের কম্পোজিটের ব্যবহার

প্রযুক্তি ব্যবহার পদ্ধতির

সংক্ষিপ্ত বিবরণ

 

সাধারন তাপমাত্রা এবং আদ্রতায় কাঁচা পাটের আশঁকে কপারসালফেট এবং সোডিয়াম কার্বনেট ব্যবহার করে পচনরোধী করা হয়।তাদের গুনগত মান বের করার পর এদেরকে ৫ মিমি দৈর্ঘ্যে কাটা হয় এবং হটপ্রেস মেশিন ব্যবহার করে ১৮৫˚সে তাপমাত্রায় ৪০ কিলো নিউটন প্রেসারে পচনরোধী পাটের কম্পোজিট তৈরী করা হয়। পরিশেষে হট প্রেস মেশিনে পানির প্রবাহ দিয়ে পাট কম্পোজিটের নমুনাটিকে শীতল করা হয়।এভবে পচনরোধী পাট কম্পোজিট তৈরী হয়।


            চিত্র ২: পচনরোধী পাট কম্পোজিট

প্রযুক্তি হতে প্রপ্তি

 

এই প্রযুক্তি ব্যবহারের ফলে  পচনরোধী পরিবেশ বান্ধবপাট পণ্য উৎপাদন করা যাবে। এতে প্লাষ্টিক পণ্যে পাট পণ্যব্যবহারের সুযোগ তৈরী হবে এবং পাটের ব্যবহার বৃদ্ধি পাবে।