Jute Baby Napkin
প্রযুক্তির নাম |
|
পাটের বেবী নেপকিন |
||
প্রযুক্তির বৈশিষ্ঠ্য |
|
*পাট আঁশ ব্যবহার করার ফলে স্বল্প মূল্যে এই বেবী নেপকিন তৈরী করা যায়। *সাধারনত ব্লিচিং এবং স্কাওয়ারিং পদ্ধতি ব্যবহার করে এটা প্রস্তুত করা হয়। |
||
প্রযুক্তির উপযোগিতা |
|
দরিদ্র পরিবারের বাচ্চাদের লালন পালনের জন্য ইহা ব্যবহৃত হবে। |
||
প্রযুক্তি ব্যবহার পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণ |
|
পাট আশঁকে মার্সেরাইজেশন পদ্ধতিতে প্রক্রিয়া জাত করে শোষক তুলায় পরিবর্তন করা হয়। প্রক্রিয়াটি নিন্মের চিত্রে দেখানো হলোঃ
চিত্র ১: পাট আঁশ থেকে শোষনকারী তুলা প্রস্তুতের প্রবাহ চিত্র স্কাওয়ারিং এর রেসিপিঃ
১০০% পাট অথবা মিলের বর্জকে শোষক তুলায় রূপান্তরিত করা হয়।প্রথমে স্কাওয়ারিংপদ্ধতিতে কাঁচামাল থেকে তৈলাক্ত পদার্থ এবং ময়লা,আবর্জনা দূর করা হয়।অতঃপর কস্টিক সোডা দিয়ে উচ্চ তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়া করালে পাট আশঁ শোষক তুলায় পরিবর্তিত হয়।উৎপাদিত পণ্যকে সাদা করার জন্য হাইড্রোজেন-পারঅক্সাইড দিয়ে ৮৫-৯০˚সে. এ রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে ঠান্ডা পানি দিয়ে ধৌত করে শুকানো হয়। শোষক তুলায় যাতে কোনপ্রকার ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া না জন্মায় তার জন্য জীবানুরোধী করা হয় এবং কাপড়ের মোড়ক ব্যবহার করে সেলাই মেশিনের সহায়তায় বেবী নেপকিন বানানো হয়। বিভিন্ন বয়সের বাচ্চাদের এই বেবী নেপকিন ব্যবহার করিয়ে প্রশ্ন উত্তর প্রক্রিয়ায় ভোক্তার ব্যবহার এর সম্ভাবতা টেস্ট সম্পন্ন করা হয়েছে, যা ইন্ডাস্ট্রিতে গ্রহণের জন্য বিবেচিত। চিত্র ২: পাট আঁশ থেকে বেবী নেপকিন প্রস্তুত প্রনালী চিত্র ৩: পাট আঁশের বেবী নেপকিন |
||
প্রযুক্তি হতে প্রপ্তি |
|
এই প্রযুক্তি নিন্ম বিত্ত ও দরিদ্র পরিবার তাদের সন্তানের লালন পালনের জন্য সস্তায় বেবী নেপকিন কিনে ব্যবহার করতে পারবে। সর্বোপরি পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি পাবে। |