Back
A simple test to determine the germination rate of jute seeds at the farmer level
অংকুরোদ্গম পরীক্ষার মাধ্যমে বীজ ভাল কিনা তা পরীক্ষা করা যায় প্রথমে বীজের পাত্র থেকে ১০০টি বীজ গুনে নিতে হবে। এবার একটি মাটির সানকিতে এক পরত ভেজা কাপড় বা চোষ কাগজ অথবা তা না থাকলে নিউজপ্রিন্ট ২-৩ পরত বিছিয়ে পানি দিয়ে ভাল করে ভিজিয়ে নিয়ে তার উপর ঐ ১০০টি বীজ ভালভাবে ছড়িয়ে দিতে হবে। এবার আরেকটি সানকি দিয়ে ঐ বীজসহ সানকি ঢেকে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন সানকির কাপড় বা কাগজ শুকিয়ে না যায় অথবা বীজ পানিতে ডুবে না যায়। বীজ বসানোর তিন দিন পর মোট যে ক’টি বীজ গজানো দেখা যাবে সেটাই হলো বীজ গজানোর শতকরা হার। শতকরা ৮০টির অধিক বীজ গজালে তাকে ভাল বীজ বলা যাবে। যদি শতকরা ৭০টির বেশী কিন্তু ৮০টির কম বীজ গজায় তাহলে বীজ বপনের সময় কিছু বেশী বীজ বপন করতে হবে। শতকরা ৭০টির কম বীজ গজালে ঐ বীজ বপন না করাই ভাল