Back
Jute seed production technology in seedling planting method
চারা রোপন পদ্ধতিতে প্রথমে বীজ তলায় বীজ বপন করে চারা উৎপনড়ব করা হয়। ৩মি. ী ১মি. অর্থাৎ প্রায় ১০ফুট ী ৩ফুট আকারের বীজ তলায় আষাঢ় (মধ্য জুন-মধ্য জুলাই) মাসের মধ্যে ৫০-১০০ গ্রাম বীজ বপন করতে হবে। ইতিমধ্যে জমির জো বুঝে ৪-৫ টি চাষ ও মই দিয়ে মাটি নরম করে মূল জমি প্রস্তুত করতে হয়। বীজ তলার চারার বয়স ২৫-৪০ দিন হলে চারাগুলো রোপনের জন্য উপযুক্ত হয়। আষাঢ় মাসে বপনকৃত বীজ থেকে উৎপাদিত চারা ভাদ্র মাসের শেষ পর্যন্ত রোপন করা যায়।
বীজতলা থেকে চারা তুলে নিয়ে প্রথমে ছায়ায় রাখতে হবে। প্রতিটি চারার ডগার ২/৩ টি কচি পাতা রেখে অন্যান্য সব পাতার বোটা বাদে বাকী অংশ কাঁচি দিয়ে কেটে দিতে হবে। বীজতলা থেকে যেদিন চারা তুলা হবে ঐদিনই মূল জমিতে চারা রোপন করা ভাল। মূল জমিতে সারি করে চারা রোপন করতে হবে। সারি থেকে সারির দূরত্ব হবে ৪০ সে.মি. বা ১.৫ ফুট এবং চারা থেকে চারার দূরত্ব ১৫ সে.মি. বা প্রায় ৬ ইঞ্চি রাখতে হবে। মেঘলা দিনে অথবা সন্ধ্যার আগে যখন রোদ থাকেনা তখন চারা রোপন করা ভাল।