Back

Seed production method through stem and tip planting in Nabi season

আঁশ ফসলের জমি থেকে গাছের বয়স ১০০ দিনের মত হলে সুস্থ সবল গাছ বেছে নিতে হবে। বাছাই করা গাছের কান্ড ও ডগাগুলো ধারালো চাকু, বেøড বা বটির সাহায্যে কাটতে হবে যাতে প্রতিটি টুকরার দৈর্ঘ্য ২০-২৫ সেমি বা ৮-১০ ইঞ্চি হয় অর্থাৎ প্রতি খন্ডে কমপক্ষে ২-৩ টি পর্ব বা গিট থাকে। টুকরাগুলি গোড়ার দিকে তেরছা করে কাটতে হবে যাতে বাকল থেতলে না যায়। টুকরার তেরছা অংশ যেদিন ডগা সংগ্রহ করা হবে সে দিনই রোপন করা ভাল। তবে মেঘলা দিনে বা পরন্ত রোদে ডগা রোপন করা উত্তম। দেড় ফুট দুরত্বে উত্তর-দক্ষিনে সারি করে এবং উত্তর দিকে ৪৫ ডিগ্রী কাত করে সেই টুকরাগুলি রোপন করতে হবে। অতঃপর যথাযথ পরিচর্যার মাধ্যমে উভয় পদ্ধতির বীজ যথাসময়ে সংগ্রহ করতে হবে।