Application of pigment printing on jute cotton blended fabrics
ক্রঃ নং |
জাত/প্রযুক্তির নাম |
জাত/ প্রযুক্তির বর্ণনা (ছবি এবং বিস্তারিত বিবরণ) |
মন্তব্য |
||||||||||||||||
০১. |
জুট কটন ব্লেন্ডেড কাপড়ের উপর পিগমেন্ট প্রিন্টিং এর প্রয়োগ
|
পিগমেন্ট প্রিন্টিং এর প্রস্তুত প্রণালী (Preparatory process): জুট-কটন ব্লেন্ডেড ফেব্রিককে ছাপাকরণ প্রযুক্তিতে আনার পূর্বে প্রি-ট্রিটমেন্ট এর বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয়। সেক্ষেত্রে, কাপড়কে প্রথমে সিনজিং এর মাধ্যমে ছোট ছোট ফাইবার গুলো পুড়ানো হয় এবং মসৃন পৃষ্ঠ তৈরী করা হয়, ডিসাইজিং এর মাধ্যমে সুতার সাইজিং ম্যাটেরিয়ালকে অপসারণ করা হয়। পরবর্তী ধাপে, স্কাওরিং করে ফেব্রিক থেকে তেল, চর্বি, ওয়াক্স ডার্ট (Wax dirt) এবং ময়লার মতো ক্ষুদ্র বস্তুকে অপসারণ করে এটিকে হাইড্রোফিলিক প্রক্রিয়ায় নিয়ে আসা হয়। ব্লিচিং প্রক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ফ্যাব্রিক থেকে প্রাকৃতিক রঙের উপাদান অপসারণ করে কাপড়কে কালার প্রিন্টিং এর জন্য চুড়ান্তভাবে প্রস্তুত করা হয়। ফেব্রিক এর ওজনের সাথে পিগমেন্ট কালার ১: ১০ অনুপাতে (w/w) এবং টেবিল-১ অনুসারে পরিমাণ মত রাসায়নিক দ্রব্যাদি মিশ্রিত করে থিকেনার তৈরী করা হয়। স্ক্রীন প্রিন্টিং পদ্ধতির প্রয়োগে পিগমেন্ট প্রিন্টিং করার পর কাপড়কে ড্রাই করে ফিনিশিং করা হয়। টেবিল-১: থিকেনার এর রেসিপি (Recipe for Thickener)
পিগমেন্ট প্রিন্টিং এর সুবিধাসমূহঃ Ø এর মাধ্যমে পাটের হাইব্রিড আকর্ষণীয় পণ্য তৈরী হবে । Ø এটি পরিবেশ বান্ধব । Ø এর মাধ্যমে উন্নত মানের বৈচিত্র্যময় ব্লেন্ডেড (Blended) পাট পণ্য উৎপাদন করা সম্ভব হবে । Ø নতুন অলংকৃত কাপড় উৎপাদিত হবে। Ø স্থানীয় তাঁতী ও হস্তশিল্প খাত উপকৃত হবে। Ø এর মাধ্যমে পাট তুলা মিশ্রিত প্রিন্টেড কাপড়ের নতুন মাত্রা যুক্ত হবে। Ø এর ফলে দেশে এবং বিদেশে পিগমেন্ট প্রিন্টিং এর একটি উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হবে।
চিত্র-১: জুট কটন ব্লেন্ডেড কাপড়ের উপর পিগমেন্ট প্রিন্টিং
|
|