Back

Cellulose production from jute

ক্রঃ নং

জাত/প্রযুক্তির নাম

জাত/প্রযুক্তির বর্ণনা (ছবি /বিস্তারিত বিবরণ )

১.

পাট থেকে সেলুলোজ  উৎপাদন

 

 

 

 

 

 

 

 

                       

 

পাটের মধ্যে ৬০-৬৫% সেলুলোজ আছে। রাসায়নিক প্রক্রিয়ায় ০৩ কেজি পাট থেকে ০১ কেজি সেলুলোজ তৈরি করা যায় । পাট থেকে সেলুলোজ তৈরি করার প্রযুক্তিটি বর্তমানে রসায়ন বিভাগে আছে,যাহা হস্তান্তর যোগ্য।বাংলা্দেশে ওষুধ ও খাদ্যশিল্পে ব্যপক পরিমাণ সেলুলোজ ব্যাবহার করা হয়। যারপুরোটা

                   

 

বিদেশ থেকে আমদানি করতে হয়। বাংলা্দেশে প্রতি বছর ১০০০০ কোটি টাকার সেলুলোজ আমদানি করতে হয়। আমরা যদি পাট থেকে বাণিজ্যিকভাবে সেলুলোজ তৈরি করতে পারি তাহলে এই বিপুল পরিমাণ বৈদিশিক মুদ্রা সাশ্রয় হবে এবং দেশের চাহিদা পূরণ করে বিদেশে সেলুলোজ রপ্তানি করতে পারব।