Back

Production of jute composite from jute

ক্রঃ নং জাত/প্রযুক্তির নাম জাত/প্রযুক্তির বর্ণনা (ছবি /বিস্তারিত বিবরণ মন্তব্য (যদি থাকে )

২.

পাট থেকে জুট কম্পোজিট  উৎপাদন

 

জুট হেসিয়ান কাপড়ের সাথে অসম্পৃক্ত পলিমার রেজিন ও বিভিন্ন ধরনের রাসানিক দ্রব্য মিশ্রিত করে কক্ষ তাপমাত্রায় সহজ পদ্ধতিতে জুট প্লাস্টিক কম্পোজিট  ও হাইব্রিড কম্পোজিট তৈরি করা হয়েছে। পাট থেকে জুট কম্পোজিট তৈরি করার প্রযুক্তিটি বর্তমানে রসায়ন বিভাগে আছে,যাহা শিল্পে হস্তান্তর যোগ্য। বাংলাদেশে বর্তমানে করোগেটেড শিট আমদানি করতে হয় যার বিপরীতে প্রচুর বৈদিশিক মুদ্রা খরচ হয়। আমরা যদি পাট থেকে জুট কম্পোজিট তৈরি করে বিভিন্ন খাতে ব্যবহার করতে পারি তাহলে বিপুল পরিমাণ বৈদিশিক মুদ্রা সাশ্রয় হবে এবং পরিবেশের ক্ষতি কম হবে। জুট প্লাস্টিক কম্পোজিট ধাতব পদার্থ ব্যবহার করা হয় না বলে মরিচা ধরে না। এটা  সাধারন টিনের চাইতে অনেক বেশি হালকা, শক্ত এবং টেকসই। ইহা পরিবেশ বান্ধব এবং এতে পরিবেশের ক্ষতিকর কোন উপাদান নাই। জুটিন মজবুত দৃঢ় এবং পায়ের চাপে ঢেউটিনের নেয় ডেবে যায় না বা বিকৃত হয় না।ইহার মধ্যে দিয়ে তাপ পরিবাহিত হয়না, ফলে জুটিন দিয়ে তৈরি ঘর সাধারণ টিনের চেয়ে কম উত্তপ্ত হয়। ঝড় বা জলোচ্ছাস ঢেউটিনের আঘাতে মানুষ ও পশু যেভাবে আঘাতপ্রাপ্ত হয়, সে প্রেক্ষিতে জুটিন কম ‍বিপজ্জনক। ইহা সহজেই প্রস্তুত করা যায়। কোন দামি মেশিনারীর  প্রয়োজন  হয় না। জুট প্লাস্টিক কম্পোজিট  চেয়ার ,টেবিল,বেঞ্চ,আলমারি এবং ঘরের দরজা তৈরিতে ব্যবহার করা যাবে।