Preparation of charcoal and activated carbon from jute
ক্রঃ নং | জাত/প্রযুক্তির নাম | জাত/প্রযুক্তির বর্ণনা (ছবি /বিস্তারিত বিবরণ | মন্তব্য (যদি থাকে ) |
||
৪. |
পাটকাঠি থেকে চারকোল ও সক্রিয় কার্বন প্রস্তুত করণ
|
বাংলাদেশে প্রতি বছর প্রয় ৩০ থেকে 35 লক্ষ মেট্রিক টন পাটকাঠি উৎপন্ন হয়। যার অধিকাংশ গ্রামগঞ্জে রান্নার জ্বালানি ,পানের বরজের ছাউনি ও গৃহুস্থলির কাজে ব্যবহার করা হয়। বাংলাদেশে চারকোল উৎপাদনের জন্য পাটকাঠি সস্তা এবং সহজলভ্য কাচাঁমাল। রসায়ন বিভাগের গবেষনাগারে পাটকাঠি থেকে চারকোল এবং সক্রিয় কার্বন তৈরী করা হয়েছে ,যাহা হস্তান্তর যোগ্য। বর্তমানে বাংলাদেশের সক্রিয় কার্বনের পুরোটা বিদেশ থেকে আমদানি করতে হয়। পাটকাঠি থেকে উৎপাদিত সক্রিয় কার্বন ফটোকপি ও কম্পিউটারের কালি , পানির ফিল্টার, ফেসওয়াস ও প্রসাধনী এবং আতশবাজি তৈরীতে ব্যবহার করা যাবে। পাট কাঠি থেকে সক্রিয় কার্বন তৈরি করে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করে বছরে প্রায় দশ হাজার কোটি টাকা আয় করা সম্ভব।
|
|