Production of pulp and paper from jute
ক্রঃ নং |
জাত/প্রযুক্তির নাম |
জাত/প্রযুক্তির বর্ণনা (ছবি /বিস্তারিত বিবরণ ) |
মন্তব্য (যদি থাকে ) |
৫. |
পাট থেকে পাল্প ও পেপার উৎপাদন
|
পাট থেকে সহজ ও পরিবেশ বান্ধব পদ্ধতিতে মন্ড, সেলুলোজ এবং কাগজ তৈরি করা হয়েছে, যাহা একটি লাভজনক পদ্ধতি । পাট থেকে কাগজ তৈরি করার প্রযুক্তিটি বর্তমানে রসায়ন বিভাগে আছে,যাহা হস্তান্তর যোগ্য। বাংলাদেশে কাগজ তৈরির জন্য মন্ড পুরোটাই বিদেশ থেকে আমদানী করা হয়। মন্ড থেকে ভিসকোস তৈরীর কাজ চলছে। পাট থেকে বাণিজ্যিকভাবে মন্ড উৎপাদন করলে বিদেশ থেকে মন্ড আমদানী অনেকটা কমে যাবে এবং পাটের ব্যবহার ব্যাপক ভাবে বৃদ্ধি পাবে।ফলে প্রচুর পরিমাণ বৈদিশিক মুদ্রা সাশ্রয় হবে।
|
|