Back

Conventional method of making yarn by combining jute fiber with acrylic fiber

ক্র:নং

প্রযুক্তির নাম

প্রযুক্তির বণ©না

মন্তব্য

প্রচলিত পদ্ধতিতে পাট আঁশের সঙ্গে এক্রাইলিক আঁশের সংমিশ্রনে সূতা তৈরির পদ্ধতি উদ্ভাবন

পাট ও অন্যান্য আঁশের ব্লেন্ডিং হলো দুইটি বা তার অধিক সম্পূর্ণ ভিন্ন ধরনের আঁশ একত্রিত করার প্রক্রিয়া যার ফলে অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন সূতা তৈরী করে। ব্লেন্ডিং প্রক্রিয়াটি স্পীনিং এর আগে সম্পন্ন করতে হয় এবং সূতার শক্তি, স্থায়ীয়ত্ব, কালার ইফেক্ট বা ব্যয় কমানোর মতো বৈশিষ্ট্যগুলো বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের আঁশের ব্লেন্ডিং করা হয়। যে সমস্ত আঁশগুলোর কিছু ভালো, ন্যায্য এবং দূব©ল বৈশিষ্ট্য রয়েছে সেগুলোর সাথে বিভিন্ন প্রাকৃতিক ও কৃত্রিক আঁশের ব্লেন্ডিং করে স্পীনিং, উইভিং, ডাইং এফেক্ট বৃদ্ধি করা হয়। পাট আঁশ হলো বাস্ট ফাইবার এবং বাংলাদেশের আবহাওয়া পাট চাষের পক্ষে খুবই উপযোগী। দামে সস্তা এবং সহজলভ্যতার কারনে এর সাথে বিভিন্ন আঁশের ব্লেন্ডিং করা সহজ। পাট আঁশ হলো বায়ো ডিগ্রেডেবল এবং এর টেনজাইল স্ট্রেন্থ, ভালো আদ্র©তা পূনরুদ্ধার শতাংশ, বাতাস চলাচল সহজতর ইত্যাদি বৈশিষ্ট্যের কারনে টেক্সটাইল পণ্য তৈরীতে সহায়ক। তাছাড়া এর নগন্য ক্রিজ রিকোভারী, স্বল্প ড্রপিবিলিটি, পানিতে ভিজলে শক্তি হ্রাস, সূর্যের আলোতে বিবণ© হওয়া ইত্যদির কারনে পাটের গুনাগুন হ্রাস পায়।

পাটের ব্লেন্ডিং সূতার প্রধান উপাদান বাংলা হোয়াইট সি/বাংলা তোষা সি এর পাট আঁশ এবং তার সাথে কৃত্রিম আঁশ যেমন এক্রাইলিক আঁশ। সূতাতে রুপান্তরের জন্য পাট আঁশ এবং এক্রাইলিক আঁশগুলো প্রচলিত পাট প্রসেসিং সিস্টেমের সাহায্যে করা হয়েছে।

 

প্রস্তুতিমূলক প্রক্রিয়াজাতকরণ:

প্রতিটি একক পরীক্ষার জন্য পাকা বেল হতে প্রায় ১০০ পাউন্ড পাট আঁশ নেওয়া হয় এবং সেগুলোকে নির্দিস্ট ওজনের মোড়া তৈরী করা হয়। এই মোড়া গুলোকে সফেনার মেশিনের সাহায্যে ইমালশন প্রয়োগের পর প্রায় ৪৮ ঘন্টা পাইলিং করা হয়। কাঙ্ক্ষিত অনুপাতে এক্রাইলিক আঁশ ব্লেন্ডিং করার জন্য এক্রাইলিক আঁশগুলোকে হপার ফিডার মেশিনের সাহায্যে যথাসম্ভব আঁশগুলো পৃথক করা হয় এবং প্রয়োজনে হাতের সাহায্যও নেওয়া হয়েছিল। 

 

মিশ্রন প্রক্রিয়া:

ব্লেন্ডিং সূতা তৈরীর করার জন্য ব্রেকার কাড© মেশিনের ফিড ল্যাটিসের উপর বিছানো পাটের মোড়ার উপর নির্দিস্ট অনুপাতে কৃত্রিম আঁশ যেমন এক্রাইলিক হাতের সাহায্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল। উপরোক্ত পদ্ধতি অনুসরন করে বিভিন্ন অনুপাত যেমন ৯০:১০, ৮০:২০, ৭০:৩০ অনুপাতের পাট ও এক্রাইলিক আঁশের ব্লেন্ডিং সূতা তৈরী করা হয়।

এক্রাইলিক আঁশ


এক্রাইলিক আঁশের টাফট


হপার ফিডার মেশিনের সাহায্যে এক্রাইলিক

আঁশ আলাদাকরন


ব্রেকার কাড© মেশিনে পাট ও এক্রাইলিক

আঁশের ব্লেন্ডিং


পাট-এক্রাইলিক ব্লেন্ডেড সূতা (৮০:২০)


 

 

 

পণ্যের সমরূপতা বা অভিন্নতা রক্ষার জন্য সাধারনত ব্লেন্ডিং করা হয়। পাট এবং কৃত্রিম আঁশের মিশ্রনে তৈরীকৃত ব্লেন্ডিং সূতা দ্বারা কম্বল, উলের সূতা, সোয়েটার, সূক্ষ্ম মানের শপিং ব্যাগ, সাজসজ্জা কাপড় এবং অন্যান্য গৃহসজ্জার কাজে ব্যবহার করা হয়।