Back

In the conventional method, yarn is made by mixing jute fiber and banana fiber

ক্র:নং

প্রযুক্তির নাম

প্রযুক্তির বণনা

মন্তব্য

 

 

 

 

প্রচলিত পদ্ধতিতে পাট আঁশ ও কলার আঁশ মিশ্রিত করে সূতা তৈরি

পাট আঁশ ও কলা আঁশের মিশ্রনে উন্নতমানের সূতা উৎপাদনের পদ্ধতি উন্নয়নের উদ্যোগ গ্রহন করা হয়েছে। ইতোমধ্যে ৭০% পাট এবং ৩০% কলা আঁশ এবং ৮০% পাট এবং ২০% কলা আঁশের মিশ্রনে ৭ পাউন্ড/স্প্যান্ডেল এবং ৮ পাউন্ড/স্প্যান্ডেল কাউন্টের সূতা উৎপাদন করা হয়েছে। উৎপাদিত সূতার গুনগত মান সন্তোষজনক।

 

প্রস্তুতিমূলক প্রক্রিয়াজাতকরণ:

প্রতিটি একক পরীক্ষার জন্য পাকা বেল হতে প্রায় ১০০ পাউন্ড পাট আঁশ নেওয়া হয় এবং সেগুলোকে নির্দিস্ট ওজনের মোড়া তৈরী করা হয়। একই সাথে কলার আঁশ গুলোর নির্দিষ্ট ওজনের মোড়া তৈরী করা হয়। পাট ও কলার আঁশের মোড়াগুলোকে সফেনার মেশিনের সাহায্যে ইমালশন প্রয়োগের পর প্রায় ৪৮ ঘন্টা পাইলিং করা হয়।

 

মিশ্রন প্রক্রিয়া:

ব্লেন্ডিং সূতা তৈরীর করার জন্য ব্রেকার কাড© মেশিনের ফিড ল্যাটিসের উপর বিছানো পাটের মোড়ার উপর নির্দিস্ট অনুপাতে কলার আঁশ হাতের সাহায্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল। উপরোক্ত পদ্ধতি অনুসরন করে বিভিন্ন অনুপাত যেমন ৯০:১০, ৮০:২০, ৭০:৩০ অনুপাতের পাট ও কলার আঁশের ব্লেন্ডিং সূতা তৈরী করা হয়। 


      

 

নিম্ম গ্রেডের পাট আঁশের সাথে কলা আঁশের মিশ্রনে সূতা উৎপাদনের ফলে সূতর গুনগত মান সন্তোষজনক হয়। উৎপাদিত সূতা দিয়ে মূল্য সংযোজিত বহুমুখী পাট পণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানী করা সম্ভব। জেটিপিডিসি ও অন্যান্য পাট পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠোনে এবং এসএসই শিল্পে সোফার কভার, জুতা তৈরীর কাপড়, ভ্যানিটি ব্যাগ, পর্দার কাপড়, পোটেস্ট্রি ইত্যাদি মূল্যবান পাট পণ্য সামগ্রী ব্যবহার যোগ্য।