Back

Use of herbicides to control jute weeds

পাটের জমিতে মুটমুটি ১৮ প্রজাতির আগাছা হয়ে থাকে। এর মধ্যে কয়েকটি আগাছা খুব বেশী পরিমানে হয় এবং ানেক ক্ষতি করে থাকে। যেমনঃ মুথা, ক্ষুদে শামা, আঙ্গুলিঘাস, ফুসকা বেগুন, শেয়াল লেজা ইত্যাদি। আগাছনাশক ব্যবহারের মাধ্যমে অধিক ক্ষতিকারক বেশ কিছু আগাছা দমন করা যায়।
আগাছা ব্যবস্থাপনা পাট উৎপাদনের জন্য একটি বড় খরচ। পাটের আগাছা দমনে আগাছানাশক ব্যবহার করে পাট উৎপাদন বৃদ্ধি করে দেশের পাটের চাহিদা পূরণ কওে বিদেশেও পাট রপ্তানী যথোপযুক্ত ভূমিকা রাখবে।