Back
Technology of jute seed production in Nabi season
নাবী পাট বীজ উৎপাদন পদ্ধতির প্রকারঃ
(১) সরাসরি বীজ বপন পদ্ধতি, (২) কান্ড ও ডগা রোপন পদ্ধতি, (৩) চারা রোপন পদ্ধতি
(১) সরাসরি বীজ বপন পদ্ধতিঃ
বীজ বপনের সময়ঃ শ্রাবন-ভাদ্র (মধ্য জুলাই- মধ্য সেপ্টেম্বর) মাস।
বীজের হারঃ তোষা জাত ঃ সারিতে বপন করলে প্রতি হেক্টরে ৪ কেজি এবং ছিটিয়ে বপন করলে ৫ কেজি বীজ।
দেশী জাত ঃ সারিতে বপন করলে প্রতি হেক্টরে ৫ কেজি এবং ছিটিয়ে বপন করলে ৬ কেজি বীজ।
(২) কান্ড ও ডগা রোপন পদ্ধতিঃ আঁশ ফসলের জমি থেকে ১০০ দিনের মত বয়সের সুস্থ ও সবল গাছ বেছে নিয়ে ধারালো চাকু তেরছা করে ২০-২৫ সেমি বা ৮-১০ ইঞ্চি টুকরা করে ৪৫ ডিগ্রী তীর্যকভাবে মাটিতে পুুতে দিতে হবে।
(৩) চারা রোপন পদ্ধতিঃ চারা রোপন পদ্ধতিতে প্রথমে বীজ তলায় বীজ বপন করে চারা উৎপনড়ব করে তৈরীকৃত মূল জমিতে ২৫-৪০ দিন বয়সের চারা ধানের চারার মত রোপন করতে হয়।
শ্রাবণ মাসে বপনকৃত বীজ থেকে উৎপাদিত চারা ভাদ্র মাসের প্রথম থেকে আশ্বিনের মাঝা মাঝি পর্যন্ত রোপন করা যায়।