Novotex blankets
ক্:নং |
প্রযুক্তির নাম |
প্রযুক্তির বণনা |
মন্তব্য | ||||||
৩ |
নভোটেক্স কম্বল |
পাট একটি অন্যতম সস্তা প্রাকৃতিক ফাইবার। পাটের ব্যভহার দীঘদিন যাবত গতানুগতিক দ্রব্য তৈরী যেমন দরি, বস্তা, চট, কার্পেট ব্যাকিং ক্লথ ইত্যাদির ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল। আবার কৃত্রিম আঁশ বা তন্তু আবিস্কারের ফলে এসব ক্ষেত্রেও পাটের ব্যভহার হুমকির মধ্যে পড়ে যায়। পাটের বহুমুখী ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিটের কারিগরি উইং এর বিজ্ঞানীরা পাট, এক্রাইলিক এবং কটন সূতা হতে পাটের নভোটেক্স কম্বল উদ্ধাবন করেছেন।
নভোটেক্স কম্বল উৎপাদন পদ্ধতির ধাপগুরো নিম্নরূপ: ক) পাট ও এক্রাইলিক ফাইবার ব্লেন্ডিং করে সূতা উৎপাদন খ) উৎপন্নকৃত সূতাকে ডাবল প্লাই করা গ) প্লাই সূতাকে স্কাওয়ারিং, ব্লিচিং এবং ডাইং করা ঘ) ওয়ার্পের দিকে কটন সূতা এবং ওয়েফটের দিকে উপরোক্ত ব্লেন্ডেড সূতা দিয়ে কাপড় বুনন ঙ) বুননকৃত কাপড়কে মেশিনের সাহায্যে রেইজিং করা চ) রেইজড করা কাপড়কে নির্দিষ্ট সাইজে কেটে (৬০// x ৮৪//) ওভারলক মেশিনের সাহায্যে পাড় সেলাই করে কম্বল হিসাবে ব্যবহার করা হয়।
উৎপাদিত কম্বলের বিবরন: ওয়ার্প /টানা সূতার কাউন্ট= ১০ কটন কাউন্ট ওয়েফট সূতা/পড়েন সূতার কাউন্ট =16-20 lbs/spy ওয়ার্প /টানা সূতার ঘনত্ব=14-16 টি/ ইঞ্চি ওয়েফট সূতা/পড়েন সূতার ঘনত্ব = ২6-3০ টি/ ইঞ্চি সাইজ : 60// x ৮৪// ওজন: 2-2.5 কেজি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র বা উপযোগীতা পাটের কম্বলের অধিকাংশ কাঁচামাল আমাদের দেশীয় বলে উক্ত কম্বল ব্যবহারের মাধ্যমে বিদেশ থেকে কম্বল আমদানী রোধ করে দেশের মুদ্রা দেশে রাখা সম্ভব। এছাড়াও উক্ত কেম্বলের নিম্নলিখিত উপযোগিতা রয়েছে। ক) পরিবেশ বান্ধব খ) দামে সস্তা গ) খুব সহজে তৈরী করা যায় |
|