Back

Light and reusable jute shopping bag production method

ক্:নং

প্রযুক্তির নাম

প্রযুক্তির বণনা

মন্তব্য

হালকা ও পূন: ব্যবহার যোগ্য পাটের শপিং ব্যাগ উৎপাদন পদ্বতি

তথ্যসহ ভূমিকা:

মেকানিক্যাল প্রসেসিং বিভাগরে স্পীনিং শাখায় (৭-৮) পাউন্ড/স্পাইন্ডেল এর সূতা উৎপন্ন করে উইভিং শাখায় উক্ত সূতার সাহায্যে কাপড় তৈরী করা হয়। উক্ত কাপড় থেকে চাহিদা অনুযায়ী সাইজে হালকা শপিং ব্যাগ সেলাই করা হয়ে থাকে। কাপড় এবং ব্যাগের বিবরণ নিম্নরূপ:

 

কাপড়ের বিবরণ:

প্লেইন উইভ

টানা/পড়েন সূতার কাউন্ট:  275.6 টেক্স ( ৮ পাউন্ড/স্পাইন্ডেল)

ওয়ার্প সূতার ঘনত্ব: 12 সূতা/ইঞ্চি

পড়েন সূতার ঘনত্ব: 8 সূতা/ইঞ্চি

কাপড়ের বিস্তার/প্রস্থ : (51-54) ইঞ্চি

 

ব্যাগের বিবরণ:

দৈর্ঘ্য - ১৮ ইঞ্চি

প্রস্থ - 4 ইঞ্চি

ওজন: 100-15 গ্রাম

 

প্রযুক্তির বিজ্ঞান ভিত্তিক বিবরণ:

পাট একটি অন্যতম সস্তা প্রাকৃতিক ফাইবার। পাটের ব্যবহার দীঘ©দিন যাবৎ গতানুগতিক দ্রব্য তৈরী যেমন দড়ি, বস্তা, চট, কার্পেট ব্যাকিং ক্লথ ইত্যাদির ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল। আবার কৃত্রিম আঁশ বা তন্তু আবিষ্কারের ফলে এসব ক্ষেত্রেও পাটের ব্যবহার হুমকির মধ্যে পড়ে যায়। তাই পাট গবেষণার বিজ্ঞানীরা এসব গতানুগতিক বস্তুর বাইরে পাট থেকে বহুমুখী পণ্য তৈরীর জন্য গবেষণা এবং উন্নয়নের কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বিজ্ঞানীরা পলিথিনের বিকল্প হিসাবে পাটরে তৈরী হালকা ও পুন: ব্যবহারযোগ্য ব্যাগ তৈরী করেছেন।

 

উক্ত শপিং ব্যাগ তৈরীর ধাপগুলো নিম্নে দেওয়া হলো।

১. পাটের ফাইবার থেকে সূতা তৈরী

২. পাটের সূতা থেকে কাপড় তৈরী

৩. কাপড়কে স্কাওয়ারিং, ব্লিচিং এবং ডাইং (ঐচ্ছিক)

৪. নির্দিষ্ট আকারে কাপড় কাটা

৫. ব্যাগ সেলাই

 

মধ্যম মানের পাটের ফাইবার থেকে প্রচলিত স্পীনিং পদ্ধতিতে 275.6 টেক্স (৮পাউন্ড/স্পাইন্ডেল) এর সূতা তৈরী করা হয়। উক্ত সূতার সাহায্যে কাপড় তৈরীর জন্য ওয়ার্প বীম তৈরী করে তা লুম বা তাঁতে স্থাপন করা হয়। তারপর একই কাউন্টের সূতার সাহায্যে কাপড় বুনন করা হয়। বুননকৃত কাপড়কে স্কাওয়ারিং, ব্লিচিং এবং চাহিদা অনুযায়ী রঞ্জিতকরণ করা হয়। অত:পর ‍উক্ত কাপড়কে নির্দিষ্ট সাইজ অনুযায়ী কেটে সেলাই মেশিনের সাহায্যে হালকা শপিং ব্যাগ সেলাই করা হয়





প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র বা উপযোগীতা

নিত্য দিনের বাজার করার সময় পণ্য বহন করার ক্ষেত্রে এই ব্যাগ ব্যবহার করা যায়। এই ব্যাগের সুবিধাগুলো নিম্নরূপ:

ক) দামে সস্তা

খ) সহজে পচনশীল

গ) পরিবেশ বান্ধব

ঘ) পূন: ব্যবহার যোগ্য

ঙ) ওজনে হালকা

চ) বাববার ধৌত করে ব্যবহার করা যায়