Back

High quality Jainamaz from jute

ক্:নং

প্রযুক্তির নাম

প্রযুক্তির বণনা

মন্তব্য

পাট থেকে উন্নত মানের জায়নামাজ

তথ্যসহ ভূমিকা

বাংলাদেশ পাট শিল্প কারখানা গুলোতে গতানুগতিক পণ্য যেমন চট, বস্তা, দড়ি, কার্পেট ব্যাকিং ক্লথ প্রভৃতি তৈরী করা হতো। এইসব গতানুগতিক পণ্য থেকে বৈচিত্র্যময় পণ্যের দিকে যাওয়ার জন্য বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের কারিগরি উইং এর বিজ্ঞানীরা গবেষণা শুরু করে। বাংলাদেশের শতকরা নব্বই ভাগই মুসলমান এবং সারা বিশ্বে প্রায় দুইশত কোটির উপর মুসলমান আছে। প্রত্যেক মুসলিম পরিবার এবং মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানে জায়নামাজের ব্যাপক চাহিদা রয়েছে। বাজারে প্রচলিত জায়নামাজের অধিকাংশই তুলা ও কৃত্রিম আশ থেকে তৈরী এবং এর বেশীর ভাগই বিদেশ থেকে আমাদিানি করা। কৃত্রিম তন্তু থেকে তৈরীকৃত জায়নামাজ পরিবেশ বান্ধব নয়। তাই বাংলাদেশ পাট গবেবষণা ইনস্টিটিউটের কারিগরী উইং এর বিজ্ঞানীরা তুলা ও কৃত্রিম আশের বিকল্প হিসাবে পাটের জায়নামাজ তৈরী করেন। এতে করে একদিকে যেমন পাটের ব্যবহার বৃদ্ধি পাবে তেমনি তুলা ও কৃত্রিম আশের তৈরী জায়নামাজের আমদানি হ্রাস পাবে। যা বাংলাদেশের অথ©নীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে। পাটের জায়নামাজ আরামদায়ক, টেকসই, আকষ©নীয় ও পরিরেবেশ বান্ধব। এর উৎপাদন খরচ ও সাধারন মানুয়ের নাগালের মধ্যে।

 

প্রযুক্তির বিজ্ঞান ভিত্তিক বিবরণ

পাট হলো প্রাকিৃতিক আশ যা পরিববেশ বান্ধব। পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশ দ্বিতীয়। কিন্তু বাংলাদেশে পাটের ব্যবহার তেমন একটা হয় না  বললেই চলে। এই পরিবেশ বান্ধব, দামে সস্তা প্রাকৃতিক আশটির ব্যবহার বৃদ্ধি কল্পে বাংলাদেশে পাট গবেষণা ইনস্টিটিুটের বিজ্ঞানীরা পাটের জায়নামাজ তৈরীর প্রকল্প হাতে নিয়েছেন এবং এই প্রযুক্তির আরও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নিম্নে পাট থেকে জায়নামাজ তৈরীর ধাপগুলো প্রদত্ত হলো।

১. উন্নত মানের পাট আশ বাছাই করা

২. পাটের ফাইবার থেকে স্পীনিং শাখায় ( 8 কাউন্টের ) সূতা তৈরী করা

৩. দুই স্তরের (টু প্লাই) ১৬ কাউন্টের সূতা তৈরী

৪. উইভিং শাখায় ওয়ার্প বীম তৈরী

৫. কপ ওয়ান্ডিং মেশিন এর সাহায়্যে কপ তৈরী

৬. টেপেট লুম এর সাহায্যে জায়নামাজের কাপড় তৈরী

৭. জায়নামাজের সাইজে কাপড় কাটা

৮. চারদিকে সেলাই করা

৯. প্রিন্টিং করা






প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র বা উপযোগীতা

 

ক.বহুমুখী পাট পণ্য উৎপাদনেকারী ও রপ্তানীকারক প্রতিষ্ঠান

খ. পাটশিল্প সংশ্লিষ্ট ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা

গ. প্রত্যেক মুসলিম পরিবারে ব্যববহারযোগ্য

ঘ. মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মসজিদ, মাদ্রাসা, মক্তব প্রভৃতি