Back

Thin yarn

ক্:নং

প্রযুক্তির নাম

প্রযুক্তির বণনা

মন্তব্য

চিকন সূতা

চিকন সূতা হচ্ছে মিহি তন্তু (পাট) থেকে উদ্ভাবিত দুই কাউন্ট মানের চিকন, মসৃন, দৃঢ় ও নিয়মিত সূতা। এ সূতা দিয়ে পাট কলের শক্তিচালিত তাঁত ও গ্রাম অঞ্চলের হস্তচালিত তাঁতে স্বাভাবিক গতি ও দক্ষতার সাথে চট/বস্ত্র বয়ন করা যায়। এক কেজি চিকন সূতা দিয়ে প্রায় আট বর্গমিটার চট/বস্ত্র বয়ন করা যায়।

 

প্রযুক্তির উপযোগিতাঃ

চিকন সূতা দিয়ে তৈরী কৃত কাপড় খুব হালকা ও মসৃন বলে এ দিয়ে অতি আকর্ষনীয় ও মনোরম পর্দার কাপড়, আচ্ছাদনী বস্ত্র, ওয়াল কভার, বাজারের থলে, গারবেজ ব্যাগ, সৌখিন দ্রব্য ও বিশেষ ধরনের পরিধেয় বস্ত্র তৈরী করা যায়। তাছাড়া চিকন সূতা দিয়ে তৈরীকৃত হালকা বস্ত্র মার্কিন কাপড়ের বিকল্প রূপেও ব্যবহার করা সম্ভব। চিকন সূতা থেকে উৎপাদিত গারবেজ ব্যাগ অপচনশীল কৃত্রিম ব্যাগের সৃষ্ট সমস্যা লাঘবের জন্য উন্নত বিশ্বের ভবিষ্যৎ চাহিদা মেটাতে সহায়তা করবে বলে আশা করা যায়।

 

প্রযুক্তি ব্যবহার পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণঃ

চিকন সূতা প্রচলিত পূর্ণবয়স্ক পাটের পরিবর্তে বাছ পাটের (মিহিতন্তু) ৮০-১০০ দিন বয়স্ক আঁশ থেকে গার্ডেলা  স্পীনিং মেশিনের সাহায্যে প্রস্তুত করা যায়। চিকন সূতা তৈরীর জন্য বাছ পাটের আঁশ গুলোকে নির্দিষ্ট ওজনের মোড়া করা হয়। মোড়া গুলোকে সফেনার মেশিনের সাহায্যে ২০% ইমালশন প্রোয়োগের মাধ্যমে নরম করে ৪৮ ঘন্টা পাইলিং করা হয়। অত:পর কনভেনশনাল সিস্টেমে ব্রেকার কার্ড, ফিনিশার কার্ড, ড্রইং মেশিনের মাধ্যমে নির্দিস্ট মানের স্লাইভার তৈরী করার পর গার্ডেলা স্পীনিং মেশিনের সাহায্যে চিকন সূতার প্যাকেজ তৈরী করা হয়।

 

চিকন সূতা বাণিজ্যিকভাবে উৎপাদিত হলে পাটজাত দ্রব্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধির সাথে কৃষক পর্যায়ে নিম্নবর্ণিত সুবিধা সৃষ্টি হবে:

ক) 80-১০০ দিনের মধ্যে পাট কাটার ফলে অপেক্ষাকৃত আগে কৃষক পাটের অথ ©পাবে।

খ) বাছপাটের দাম বেশী বলে কৃষক অধিক মূল্য পাবে।

গ) একই জমিতে একাধিক বার পাট চাষ করা সম্ভব হবে।

ঘ) কোন কোন অঞ্চলে বাছপাট কাটার পর অন্তবর্তী আবাদ করা যাবে।

ঙ) আষাঢ়-শ্রাবণের ফসল বলে বাছপাটের পচন সমস্যা হবেনা।

চ) গ্রাম অঞ্চলে তাঁত শিল্পের বিকাশ ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

ছ) হতাশায় নিমজ্জিত চাষীকূল বেশি টাকা উপার্জন করতে পারবে।

 

 

গার্ডেলা স্পীনিং মেশিন





চিকন সূতা



 

এ পদ্ধতিতে বানিজ্যিকভাবে উৎপাদন করা গেলে উৎপাদিত সূতা বহুমুখী পাট শিল্পের উন্নয়ন ও সম্প্রসারনে ভূমিকা রাখবে।