Jute-Cotton Union Fabric Preparation
ক্:নং |
প্রযুক্তির নাম |
প্রযুক্তির বণনা |
মন্তব্য |
৮ |
জুট-কটন ইউনিয়ন ফেব্রিক প্রস্তুতকরণ
|
প্রযুক্তির বৈশিষ্ট্যঃ ওয়াপ© সূতা = কটন (১০ কটন কাউন্ট) ওয়েফট সূতা = জুট (৮-১২ পাউন্ড/স্প্যান্ডেল) ইন্ডস/ইঞ্চি =৪২-৪৬টি পিকস/ইঞ্চি = ১৮-২২ টি
ডিজাইনঃ জুট-কটন ইউনিয়ন ফেব্রিকে ওয়ার্পের দিকে কটন সূতা এবং ওয়েফট এর দিকে পাট সূতা ব্যবহার করে যেকোন ধরনের Dobby Loom এর মাধ্যমে প্লেইন, জিগ-জ্যাগ টুইল, ডায়মন্ড, মকলিনো, হানিকম্ব ইত্যাদি বিভিন্ন উইভ ডিজাইনের ইউনিয়ন কাপড় তৈরি করা যায়।
প্রযুক্তির উপযোগিতাঃ বিভিন্ন উইভ ডিজাইনের ইউনিয়ন কাপড় তৈরি করা যায়। ডিজাউন ভেদে কাপড়ের দামে তারতম্য হয়। ইহাতে মূল্য সংযোজন হয় বিধায় প্রয়োজনীয় কাঁচামাল অপেক্ষা তৈরিকৃত কাপড়ের মূল্য কয়েকগুণ বৃদ্ধি পায়।
শিল্প পর্যায়ের তথ্যঃ একটি আধুনিক Rapier Loom এ (১৮০ পিক/মিনিট বিশিষ্ট) দিয়ে ঘন্টায় ১৫ গজ অর্থাৎ ১ শিফটে (৮ ঘন্টায়) প্রায় ১২০ গজ জুট-কটন ইউনিয়ন ফেব্রিক তৈরি করা সম্ভব। উক্ত কাপড়ে ওয়ার্পের দিখক রঙিন কটন সূতা এবং ওয়েফট এর দিকে রঙিন পাট সূতা ব্যবহারের মাধ্যমে কাপড়কে আরো আক©ষনীয় করে প্রস্তুত করা সম্ভব।
প্রযুক্তি হতে প্রাপ্তিঃ উপরোক্ত বিভিন্ন উইভ ডিজাইনের কাপড়গুলো দ্বারা পদা©, ল্যাপটপ ব্যাগ, এক্সিকিউটিভ ব্যাগ, লেডিস ফ্যাশনেবল ব্যাগ, ফাইল কভার, হট পট ব্যাগ ইত্যাদি বহুমুখী পাট পণ্য তৈরি করা যায়। উক্ত পণ্য গুলো বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অজ©ন করা সম্ভব। |
|