Jute wool production in green technology
ক্রঃ নং |
জাত/প্রযুক্তির নাম |
জাত/প্রযু্ক্তির বর্ণনা (ছবি এবং বিস্তারিত বিবরণ) |
মন্তব্য (যদি থাকে) | |||
০১. |
গ্রীণ টেকনোলজীতে পাট উল উৎপাদন। |
প্রযুক্তির বৈশিষ্ট্যঃ *পরিবেশ বান্ধব উৎপাদন প্রক্রিয়া। *সহজ পদ্ধতিতে, অল্প খরচে উন্নত মানের পাট উল তৈরী করা সম্ভব। *প্রক্রিয়াজাত আঁশ নরম প্রকৃতির হয়। *প্রক্রিয়াজাত আঁশের ক্রিম্প গুনাবলী বৃদ্ধি পায়। *প্রক্রিয়াজাত আঁশের তাপ ধারন ক্ষমতা বেশি। প্রযুক্তির উপযোগিতাঃ বাংলাদেশের সকল জুট এবং টেক্সটাইল নীট শিল্পে ব্যবহার উপযোগী। শিল্প কারখানা পর্যায়ের তথ্যঃ কসটিক সোডা ও বিভিন্ন পরিবেশ বান্ধব রাসায়নিক দ্রব্য দ্বারা প্রক্রিয়াজাত করনের মাধ্যমে পাট আঁশ হতে পাট উল উৎপাদন করা সম্ভব। প্রযুক্তি হতে ফলন/প্রাপ্তিঃ পূর্বেঃ বাণিজ্যিকভাবে উৎপাদন করা সম্ভব ছিল না। পরেঃ বাণিজ্যিকভাবে উৎপাদন করা গেলে নীটিং প্রক্রিয়ার মাধ্যমে বহুমূখী পাট শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণ ঘটবে। যা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব ।
|
|