Back

Jute Knitting Milanj Technology

ক্রঃ নং

জাত/প্রযুক্তির নাম

জাত/প্রযু্ক্তির বর্ণনা (ছবি এবং বিস্তারিত বিবরণ)

মন্তব্য (যদি থাকে)

০২.

জুট নিটিং মিলান্জ টেকনোলজী।

প্রযুক্তির বৈশিষ্ট্যঃ নিটিং এ লুপ তৈরীর মাধ্যমে কাপড় তৈরী করা হয়। সুতা ইন্টার লুপিং হয় নিডেল এর মাধ্যমে। বর্তমানে সিনথেটিক টেকনিক্যাল ফেব্রিক্স বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত হয় কিন্তু এটা পরিবেশ বান্ধব নয়। কটনের দাম সিনথেটিক ফাইবারের চাইতে বেশী কিন্তু কটন স্বাস্থ্যকর, কটন ও জুট উভয়ই সেলুলোজিক ফাইবার হওয়ায় কটনের স্হানে জুট ব্যাহার করা হয়।

প্রযুক্তির উপযোগিতাঃ লেডিস স্যুট, সোয়েটার, কার্ডিগান, চিলড্রেন ওয়ের, মোজা এবং নিটেড ওয়ার।

শিল্প কারখানা পর্যায়ের তথ্যঃ জুট ওভেন ফেব্রিক্স এর বিশ্বব্যাপী অনেক প্রচলন বহুকাল থেকেই। জুট নিটেড ফেবিক্স জুটের শিল্পক্ষেত্রে বহুমূখী ব্যবহার আরও বাড়াবে।

প্রযুক্তি হতে ফলন/প্রাপ্তিঃ

পূর্বেঃ জুট নিটিং টেকনোলোজির ফলে বিভিন্ন বহুমূখী জুট নিটিং পন্য উৎপাদন করা হত। 

পরেঃ জুট নিটিং প্রযুক্তি তুলার উপর চাপ কমাতে সাহায্য করবে যা সম্পূর্ণ পরিবেশ বান্ধব।

 



                    চিত্র: জুট নিটিং  টেকনোলজী