Back

Jute Geo Textile

ক্রঃ নং

জাত/প্রযুক্তির নাম

জাত/প্রযু্ক্তির বর্ণনা (ছবি এবং বিস্তারিত বিবরণ)

মন্তব্য (যদি থাকে)

০৩.

জুট জিও টেক্সটাইল।

প্রযুক্তির বৈশিষ্ট্যঃ জুট জিও টেক্সটাইল প্রোডাক্ট মূলত পাট দিয়ে তৈরী করা হয়। জুট জিও টেক্সটাইল সবচেয়ে বেশি ব্যবহার হয় রাস্তা নির্মাণ, নদীর পাড়, পাহাড়ের ঢাল প্রভৃতি জায়গায়। ইহা মাটির বৈশিষ্ট পরর্বিতন করে র্দূবল ও অর্কাযকর মাটিকে টেকসই করে গড়ে তুলতে সাহায্য করে। আধুনকি সিভিল /কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এ জুট জিও টেক্সটাইল বহুল ব্যবহৃত হচ্ছে।

প্রযুক্তির উপযোগিতাঃ জিও টেক্সটাইলের এবং সংশিষ্ট পণ্যগুলির অনেকগুলি অ্যাপ্লিকেশন রয়েছে এবং বর্তমানে সড়ক, এয়ারফিল্ড, রেলপথ, বাঁধ, কাঠামো, জলাধার, খাল, নদীর পাড় সুরক্ষা, উপকুলীয় প্রকৌশল সহ অনেক সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনগুলিকে সমর্থন করে। জিও টেক্সটাইল বালি, ঢেউ, তরঙ্গ এবং বন্যা থেকে উপকুলীয় সম্পত্তি রক্ষা করার জন্য ব্যবহার করা হয়।

শিল্প কারখানা পর্যায়ের তথ্যঃ জুট, বিটুমিন, তুঁত এর সংমিশ্রনে পরিবেশ বান্ধব জুট জিও টেক্সটাইল শিল্প ch©v‡q তৈরী হচ্ছে।

প্রযুক্তি হতে ফলন/প্রাপ্তিঃ

পূর্বেঃ নদীর পাড় ও পাহাড়ে ক্ষয় রোধে জুট জিও টেক্সটাইল ব্যবহৃত হত।

পরেঃ রাস্তা, ব্রিজ, কালভার্টে বর্তমানে পিচের সাথে জুট জিও টেক্সটাইল ব্যবহৃত হচ্ছে।




চিত্র: জুট জিও টেক্সটাইল