Sanitary napkins made from jute fiber
ক্রঃ নং |
জাত/প্রযুক্তির নাম |
জাত/প্রযু্ক্তির বর্ণনা (ছবি এবং বিস্তারিত বিবরণ) |
মন্তব্য (যদি থাকে) | |||
০৬. |
পাট আঁশ হতে স্যানিটারী ন্যাপকিন তৈরী। |
প্রযুক্তির বৈশিষ্ট্যঃ · অধিক শোষন ক্ষমতা। · আরামদায়ক। · স্বল্প মূল্য। · জীবানু তখা স্বাস্থ্য ঝুকিমুক্ত। · পরিবেশ বান্ধব। প্রযুক্তির উপযোগিতাঃ দেশের ও বিদেশের গ্রাম ও শহরের মহিলা জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষার জন্য ব্যবহার করা হয়। শিল্প কারখানা পর্যায়ের তথ্যঃ মেডিকপস কম্পানির সাথে MOU চুক্তি সম্পাদন করা হয়েছে। প্রযুক্তি হতে ফলন/প্রাপ্তিঃ পূর্বেঃ মহিলা জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে। পরেঃ পাট বর্জ্য হতে তৈরী স্যানিটারী ন্যাপকিন বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থার উন্নতিতে বিরাট অবদান রাখতে সক্ষম হবে। পাট আঁশের বহুমূখী ব্যবহার বৃদ্ধি পাবে।
|
|