Back

Rotproof nursery pot invention

ক্রঃ নং

জাত/প্রযুক্তির নাম

জাত/প্রযু্ক্তির বর্ণনা (ছবি এবং বিস্তারিত বিবরণ)

মন্তব্য (যদি থাকে)

১০.

রটপ্রুফ নার্সারী পট উদ্ভাবন।

প্রযুক্তির বৈশিষ্ট্যঃ সাধারন পলি ব্যাগে কম্পোষ্ট ব্যবহার করে গাছের চারা উৎপাদন করলে 3 মাসের মধ্যে ব্যাগ নষ্ট হয়ে যায়। এই পদ্ধতিতে রটপ্রুফ ট্রিটমেন্ট করলে 6 মাস থেকে 1 বছর ch©šÍ স্থায়ী থাকে এবং চারাগাছ এই পটসহ মাটিতে বপন করলে মাটির উর্বরতাও বৃদ্ধি হয়। কারন এই রাসায়নিক মৌলটি 16টি মাইক্রোনিউট্রিয়েন্টটি এর মধ্যে অন্যতম এবং গাছের পুষ্টির জন্য আবশ্যক।

প্রযুক্তির উপযোগিতাঃ নার্সারী পট তৈরীতে।

শিল্প কারখানা পর্যায়ের তথ্যঃ পাটের ফেব্রিককে কপার সালফেট (CuSO4) ও সোডিয়াম কার্বনেটের নির্দিষ্ট অনুপাতে ট্রিটমেন্ট এর মাধ্যমে পচনরোধী করে নার্সারী পট তৈরীতে ব্যবহার করা হয়।

প্রযুক্তি হতে ফলন/প্রাপ্তিঃ

পূর্বেঃ রটপ্রুফ ফেব্রিক

পরেঃ রটপ্রুফ নার্সারী পট




                     চিত্র: রটপ্রুফ নার্সারী পট