Back

Determination of fertilizer level in nabi jute seed production

বছর ১৯৯২
উদ্ভাবিত প্রযুক্তির সংখ্যা ২টি
প্রযুক্তির শিরোনাম

নাবি পাট বীজ উৎপাদনে সারের মাত্রা নির্ণয়

প্রযুক্তির বিবরণ

পাট বীজ ফসল উৎপাদনে জৈব ও রাসায়নিক সার (ছয়টি) প্রয়োগ করা হয়। যেমন: জৈবসার প্রথম জমি চাষের কম প ২-৩ সপ্তাহ পূর্বে মাটিতে পর্যাপ্ত রস থাকার সময় ছিটিয়ে বা জমির উপর ভাগ ভাগ করে স্থানে স্থানে ছড়িয়ে ছিটিয়ে প্রয়োগ করা হয় এবং প্রথম চাষের সময় মাটিতে ভালভাবে মিশিয়ে দিতে হয়। জৈব সার সাধারনত ২ টন -৫টন/  হেক্টর মাত্রায় অর্থাৎ শতাংশ প্রতি ৮কেজি -২০ কেজি মাত্রায় প্রয়োগ করতে হয়। যেমন: পোল্ট্রি লিটার/মুরগির বিষ্টা ২ টন/হেক্টর মাত্রায় অর্থাৎ শতাংশ প্রতি ৮কেজি মাত্রায় এবং গোবর বা কম্পোস্ট বা শুকনা পাট পাতা ৫ টন/হেক্টর মাত্রায় অর্থাৎ ২০ কেজি/শতাংশ মাত্রায় প্রয়োগ করতে হয়।জৈব সার প্রয়োগের সময় জমিতে যেন পর্যাপ্ত রস থাকে তা না হলে সার পঁচবে না এবং গাছের কোন উপকার হবে না।

রাসায়নিক সার জমির শেষ চাষের সময় মাটিতে প্রয়োগ করা হয়। পাট বীজ চাষে হেক্টর প্রতি ইউরিয়া ১৭০ কেজি, টিএসপি ২৫ কেজি, এমপি ৪০ কেজি, জিপসাম ৫৫ কেজি, দসত্মা সার (জিঙ্কসালফেট) ২৮ কেজি  এবং বোরন সার (বোরিক এসিড) ৫কেজি প্রয়োগ করতে হয়।
প্রযুক্তির শিরোনাম

দেশি পাটের জাত C-283,C-2197,C-37-1-21-29, C-1-2-5 এর জন্য N,P,K সারের মাত্রা নির্ণয় ।

প্রযুক্তির বিবরণ হেক্টর প্রতি নাইট্রোজেন- ফসফরাস- পটাশু এর সমন্বিত মাত্রা ৭০-১০-২০  কেজি।