Back
Determination of approved levels of N, P, K fertilizers for production of Nabi jute seeds.
বছর | ১৯৯৪ |
উদ্ভাবিত প্রযুক্তির সংখ্যা | ১টি |
প্রযুক্তির শিরোনাম |
নাবী পাট বীজ উৎপাদনের জন্য অনুমোদিত N,P,K সারের মাত্রা নির্ণয়। |
প্রযুক্তির বিবরণ |
হেক্টর প্রতি নাইট্রোজেন- ফসফরাস- পটাশ এর সমন্বিত মাএা ৯০-২০-১৫ কেজি। বীজ উৎপাদনের ত্রে নাবী পাট বীজ উৎপাদন পদ্ধতি আধুনিক পদ্ধতি হিসাবে বহুল পরিচিত। এই পদ্ধতিতে আষাঢ় থেকে আশ্বিন মাসে বীজ বপন করা হয়, ফলে গাছ লম্বায় কম হয় কিন্তু অধিক ডালপালাসহ সুপুষ্ট ফল ও বীজ পাওয়া যায়। মাঠে সরাসরি বীজ বপন , কা- / ডগা রোপণ ও পাটের ৩০-৪০ দিন বয়সী চারা রোপণের মাধ্যমে বীজ উৎপাদন করা যায়। |