Back

Fiber extractor

ক্রঃ নং

প্রযুক্তির নাম

প্রযুক্তির বর্ণনা (ছবি এবং বিস্তারিত বিবরণ)

মন্তব্য

02

ফাইবার এক্সট্রাকটর

২। মেশিনে আঁশ উৎপাদন

ভুমিকা

পাট খাতের উন্নয়নে অন্যতম বড় বাঁধা হলো রেটিং বা পাটের জাগ। উন্নত মানের পাট পণ্য উৎপাদনের জন্য উন্নত মানের পাটের আঁশ প্রয়োজন। উন্নত মানের আঁশ পেতে হলে উত্তমরূপে রেটিং সম্পন্ন হওয়া প্রয়োজন। বিগত কয়েক দশক ধরে নদী, নালা, খাল ইত্যাদি শুকিয়ে যাওয়ার কারনে প্রায়শঃই পাট জাগ দেয়ার সময়ে কৃষক জাগের উপযোগী পানি পায় না। পানির স্বল্পতা, একই পানিতে একাধিকবার জাগ দেয়া ইত্যাদি কারেনে মান সম্পন্ন আঁশ উৎপাদন হয় না জাগের সমস্যার আংশিক সমাধান হতে পারে যন্ত্রের মাধ্যমে পাটের ছাল থেকে আঁশ তৈরীর মাধ্যমে। বিজেআরআই এর মাইক্রোবায়োলজি বায়োকেমিষ্ট্রি ডিপার্টমেন্ট মেশিনের সাহায্যে পাটের কাঁচা এবং ফ্রিজে সংরক্ষিত ছাল থেকে আঁশ উৎপাদন করতে সক্ষম হয়েছে। এই আঁশের গুনগত মান রেটিং এর মাধ্যমে উৎপাদিত আঁশের প্রায় সমতুল্য।  এই আঁশ বহুমূখী পাট পণ্য যেমন কাগজের মন্ড ও কাগজ  উৎপাদনের কাজে ব্যবহার হতে পারে।


টেবিল মেশিনে উৎপাদিত আঁশ এবং রেটিংএর আঁশের ভৌত গুনাবলী



টেবিল মেশিনে উৎপাদিত আঁশ এবং রেটিংএর আঁশের রাসায়নিক গুনাবলী


 











মেশিনে উৎপাদিত আঁশ এবং রেটিং এর মাধ্যমে উৎপাদিত আঁশের বৈশিষ্ট্যঃ সংযুক্তি-২ 

ছবিঃ সংযুক্তি-২

*রেটিং এর বিকল্প পদ্ধতি

*দূষণমুক্ত পদ্ধতি

*পরিবেশ বান্ধব

*উৎপাদিত আশঁ বহুমূখী পাট পণ্য তৈরীর উপযোগী