Back

Tosha Jute Seed Production Technology as a Companion Crop for Southern Winter Vegetables

বছর
২০০৬
উদ্ভাবিত প্রযুক্তির সংখ্যা
৩টি
প্রযুক্তির শিরোনাম
দক্ষিণাঞ্চল শীতকালীন শাক-সব্জির সাথি ফসল হিসেবে লাভজনকভাবে তোষা পাট বীজ উৎপাদন প্রযুক্তি
প্রযুক্তির বিবরণ

 জৈব সার সাধারনত ২ টন -৫টন/  হেক্টর মাত্রায় অর্থাৎ শতাংশ প্রতি ৮কেজি -২০ কেজি মাত্রায় প্রয়োগ করতে হয়। জৈব সার প্রয়োগের সময় জমিতে যেন পর্যাপ্ত রস থাকে তা না হলে সার পঁচবে না এবং গাছের কোন উপকার হবে না।

রাসায়নিক সার জমির শেষ চাষের সময় মাটিতে প্রয়োগ করা হয়। পাট বীজ চাষে হেক্টর প্রতি ইউরিয়া ৯০০ গ্রাম, টিএসপি ৬০০ গ্রাম, এমপি ৩৭৫ গ্রাম, জিপসাম ৬০০ গ্রাম, দসত্মা সার (জিঙ্কসালফেট) ৪০ গ্রাম  এবং বোরন সার (বোরিক এসিড) ৪০ গ্রাম প্রয়োগ করতে হয়।

জমির শেষ চাষের সময় মোট ইউরিয়া সারের একতৃতীয়াংশ অর্থাৎ ৩০০ গ্রাম সার অন্যান্য সারের সাথে মাটিতে মিশিয়ে প্রয়োগ করতে হয়। অবশিষ্ট ইউরিয়া পাট বীজ বপনের পর ২ বার উপরি প্রয়োগ করা হয়। চারার ২০-২৫ দিন বয়সের সময় এক বার ৩০০ গ্রাম ও ৪০-৪৫ দিন বয়সের সময় আর এক বার ৩০০গ্রাম সার উপরি প্রয়োগ করা হয়। জমির শেষ চাষের সময় টিএসপি, এমপি, জিপসাম , দস্তা সার (জিঙ্কসালফেট) এবং বোরন সার(বোরিক এসিড) মাটিতে মিশিয়ে প্রয়োগ করতে হয়।

প্রয়োজনমত যে কোন আমত্ম:পরিচর্যা যেমন: নিড়ি দেয়া,মাটি ঝুরঝুরে করে দেয়া, অবাঞ্ছিত/রোগাক্রামত্ম গাছ তুলে ফেলা, সেচ দেয়া, অতিরিক্ত পানি নিষ্কাশন করা ইত্যাদি কাজ সময়মত করতে হবে।