Back

BJRI in Nabi Jute Seed Production Method Determination of Fertilizer for Seed Production of Different Indigenous Jute Varieties

বছর২০০৭
উদ্ভাবিত প্রযুক্তির সংখ্যা৩টি
প্রযুক্তির শিরোনামনাবী পাট বীজ উৎপাদন পদ্ধতিতে বিজেআরআই বিভিন্ন দেশী পাটঁ জাতের বীজ উৎপাদনের জন্য সারের মাএা নির্ণয়।
প্রযুক্তির বিবরণবীজ উৎপাদনের ক্ষেত্রে নাবী পাট বীজ উৎপাদন পদ্ধতি আধুনিক পদ্ধতি হিসাবে বহুল পরিচিত। এই পদ্ধতিতে আষাঢ় থেকে আশ্বিন মাসে বীজ বপন করা হয়, ফলে গাছ লম্বায় কম হয় কিন্তু অধিক ডালপালাসহ সুপুষ্ট ফল ও বীজ পাওয়া যায়। হেক্টর প্রতি নাইট্রোজেন- ফসফরাস- পটাশ এর সমন্বিত মাএা ৯০-২০-১০ কেজি।