Back

Profitable crop rotation: Chilli+Tomato+Coriander–Jute–Ropa Aman. (2002)

ক্র: নং

বাংলা

১।

প্রযুক্তির শিরোনাম: লাভজনক শস্য বিন্যাস: মরিচ+টমেটো+ধনিয়াপাট–রোপা আমন।

প্রযুক্তি উদ্ভাবনের বছর: ২০০২

২।

ভূমিকা: এইজেড ৮-এর বৃষ্টি নির্ভর মাঝারি উঁচু জমিতে প্রচলিত পতিত–পাট–রোপা আমন শস্য বিন্যাসের পরিবর্তে পাঁচ ফসলী উন্নত শস্য বিন্যাস মরিচ+টমেটো+ধনিয়াপাট–রোপা আমন সুপারিশ করা সম্ভব।

৩।

প্রযুক্তির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:

v  রবি মৌসুমে কৃষকের শস্য বিন্যাসের পতিতের স্থলে উচ্চ মূল্যের ফসল মরিচ+টমেটো+ধনিয়া অন্তর্ভুক্ত করা যায়।

v  প্রচলিত পতিত–পাট–রোপা আমন শস্য বিন্যাসের পরিবর্তে পাঁচ ফসলী উন্নত শস্য বিন্যাস প্রতিষ্ঠিত হবে।

v  ফসলের নিবিড়তা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।

৪।

প্রযুক্তির সংক্ষিপ্ত বিবরণ:

 

বিবরণ

মরিচ+টমেটো+ধনিয়া

পাট

রোপা আমন

 

জাত

বারি মরিচ-১+বারি টমেটো-১৪+বারি ধনিয়া-১

ও-৯৮৯৭

ব্রি ধান ৩২

 

বপন/রোপন সময়

নভেম্বরের শেষ সপ্তাহ হতে ডিসেম্বরের ২য় সপ্তাহ

এপ্রিলের ২য় সপ্তাহ

আগস্টের ২য় সপ্তাহ

 

দূরত্ব (সেমি)

আন্তঃফসল

৩০ ০৬

২০১৫

 

সার (কেজি/হে)

জাতভিত্তিক সুপারিশকৃত মাত্রা

জাতভিত্তিক সুপারিশকৃত মাত্রা

জাতভিত্তিক সুপারিশকৃত মাত্রা

 

আন্তঃপরিচর্যা

প্রয়োজনমত

প্রয়োজনমত

প্রয়োজনমত

 

সময়কাল

১২০-১৩৫

১০০-১২০

৯০-৯৫

 

ফলন (টন/হে)

১.৭৮+৬.০+০.০৬

৩.১৪

৩.৪৫

 

গ্রস রিটার্ন (টাকা/হে)

২১২৪৫০

 

গ্রস মার্জিন (টাকা/হে)         

৬৭৮৩৫

 

এমবিসিআর

২.৭৩

৫।

প্রযুক্তির Dc‡hvwMZv: এই উন্নত শস্য বিন্যাসটি এইজেড ৮-এর বৃষ্টি নির্ভর উচ্চ ও মাঝারি উঁচু জমিতে উপযুক্ত। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত মাঠ পর্যায়ে গবেষণা কার্যক্রমের মাধ্যমে এই প্রযুক্তিটির উপযোগিতা যাচাই করা হয়।

৬।

প্রযুক্তির আর্থিক ও জীবনমান উন্নয়নে ভূমিকা:

ফসলের নিবিড়তা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে পাঁচ ফসলী উন্নত শস্য বিন্যাস প্রতিষ্ঠিত হবে।

৭।

প্রযুক্তির প্রাপ্যতা ও যোগাযোগ:

মহাপরিচালক, বিজেআরআই, মানিক মিয়া এভিনিউ, ঢাকা-১২০৭।

ফোন: +৮৮০২৪৮১১৮৯৮৪, +৮৮০২৪৮১২০০৯৪

ই-মেইল: dg@bjri.gov.bd