Back

Making 10 counts of yarn mixed with jute and cotton

ক্রমিক নং

প্রযুক্তির বিবরণ

১) প্রযুক্তির নাম

:

পাট ও তুলা মিশ্রিত ১০ কাউন্টের সুতা তৈরি

২) প্রযুক্তি ব্যবহারের এলাকা

:

সরকারি-বেসরকারি ক্ষুদ্র কুটির শিল্প ও সব ধরনের কটন প্রসেসিং ইন্ডাস্ট্রি।

৩) প্রযুক্তির বৈশিষ্ট্য

:

(ক) এই প্রযুক্তিতে পাট ও তুলার মিশ্রণে কটন প্রসেসিং সিস্টেমে ১০ কাউন্টের সুতা তৈরি করা সম্ভব।

(খ) এই প্রযুক্তিতে উৎপাদিত ১০ কাউন্টের সুতার বৈশিষ্ট্য হচ্ছে একই কাউন্টের কটন সুতার কাছাকাছি।

৪) প্রযুক্তির উপযোগিতা

:

এই সুতা দিয়ে সব ধরনের মোটা ফার্নিশিং ফেব্রিক তৈরী করা সম্ভব।

৫) প্রযুক্তি হতে ফলন/প্রাপ্তি 

:

(ক) বহুমুখী পাট পণ্য উৎপাদনের ক্ষেত্রে এই সুতা ব্যবহার করা হয়।

(খ) ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তারা এই প্রযুক্তি ব্যবহার করে বহুমুখী পাট পণ্য উৎপাদন করতে পারবে।