Back

Technology for making jute-cotton blended coarse fabric with low quality jute in cotton processing system

ক্রমিক নং

প্রযুক্তির বিবরণ

১) প্রযুক্তির নাম

:

কটন প্রসেসিং সিস্টেমে নিম্ন মানের পাট দ্বারা জুট-কটন ব্লেন্ডেড মোটা কাপড়

তৈরির প্রযুক্তি।

২) প্রযুক্তির বৈশিষ্ট্য

:

(ক) ব্লেন্ডেড মোটা কাপড় মূল্য সাশ্রয়ী।

(খ) হ্যান্ড লুম ও পাওয়ার লুম দুইটাতেই এ কাপড় তৈরি করা যায়।

(গ) এই কাপড় সাধারণত প্লেন বুননের মাধ্যমে তৈরি হয়।

(ঘ) এই কাপড়ে টানা ও পড়েন উভয় দিকেই মোটা সুতা থাকে।

৩) প্রযুক্তির উপযোগিতা

:

প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে কটন প্রসেসিং সিস্টেমে ব্যবহৃত হলে তুলার আমদানি হ্রাস পাবে এবং পাটের ব্যবহার বৃদ্ধি পাবে।

৪) প্রযুক্তি ব্যবহারের তথ্য

:

(ক) কুটির শিল্পে তৈরি বিভিন্ন ধরনের বহুমুখী পাট পণ্য।

(খ) বিভিন্ন ধরনের ব্যাগ।

(গ) বিভিন্ন ধরনের লেডিস ব্যাগ।

(ঘ) তোষক ও সোফার কাপড়।

৫) প্রযুক্তি হতে ফলন/প্রাপ্তি 

:

(ক) প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হলে পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি পাবে।

(খ) কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।

(গ) পাট চাষে কৃষক আগ্রহী এবং লাভবান হবে।