Back

Development of Jute Cotton Waste Silk Blended Yarn in Cotton Processing System.

ক্রমিক নং

প্রযুক্তির বিবরণ

) প্রযুক্তির শিরোনাম

 

:

কটন প্রসেসিং সিস্টেমে জুট কটন ওয়েস্ট সিল্ক ব্লেন্ডেড সুতার উন্নয়ন

২) প্রযুক্তি ব্যবহারের এলাকা

:

সরকারি-বেসরকারি ক্ষুদ্র কুটির শিল্প ও সব ধরনের কটন প্রসেসিং ইন্ডাস্ট্রি।

৩) প্রযুক্তির বৈশিষ্ট্য

 

:

) এই প্রযুক্তিতে পাটতুলা ও ওয়েস্ট সিল্ক সংমিশ্রণে সুতা তৈরী করা হয় এবং যাহা দ্বারা দৃষ্টিনন্দন ফেব্রিক্স তৈরী করা যাবে

) এই সুতার কাউন্ট ৮সিংগেল, স্ট্রেন্থ ৪ নিউটন এবং দৈর্ঘ্য বরাবর সম্প্রসারণ ৬ শতাংশ

) স্থানীয় তাঁতী, ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তা (এসএমই), হ্যান্ডি ক্রাফট সেক্টর এবং  কুটির শিল্পের মালিকগন এই পন্য ব্যবহার করে অর্থনৈতিক ভাবে উপকৃত হবে

) এই সুতার মূল্য সাশ্রয়ী এবং ১১৫ টাকা পাউন্ড দরে বিক্রয় যোগ্য

৪) প্রযুক্তির উপযোগিতা

:

স্থানীয় তাঁতী, ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তা (এসএমই), হ্যান্ডি ক্রাফট সেক্টর এবং কুটির শিল্পের মালিকগন

৫) প্রযুক্তি হতে ফলন/প্রাপ্তি

:

(ক) এই পণ্য ব্যবহার করে নতুন মূল্য সংযোজিত আধুনিক কাপড় তৈরি করা যাবে।

(খ) স্থানীয় তাঁতী, ক্ষুদ্র ও মাজারী শিল্প উদ্যোক্তা (এসএমই), হ্যান্ডি ক্রাফট সেকটর এবং কুটির শিল্পের মালিকগন এই প্রযুক্তির মাধ্যমে অর্থনৈতিক ভাবে লাভবান হবে