Back

Jute, Cotton and Pineapple Leaf Fiber (30:50:20).

ক্রমিক নং

প্রযুক্তির বিবরণ

১) প্রযুক্তির নাম:

 

:

পাট, তুলা ও আনারসের পাতার আঁশ (৩০:৫০:২০) মিশ্রিত সুতা তৈরীর প্রযুক্তি।

২)প্রযুক্তি ব্যবহারের এলাকা

:

সরকারি-বেসরকারি ক্ষুদ্র কুটির শিল্প ও সব ধরনের কটন প্রসেসিং ইন্ডাস্ট্রি।

৩)প্রযুক্তির বৈশিষ্ট্য:

 

 

(ক) উৎপাদিত পাট তুলা আনারসের পাতার (৩০:৫০:২০) সুতার সিএসপি ১৯৬২ যাহা পাট:তুলা (৫০%:৫০%) মিশ্রণে উৎপাদিত সুতার সিএসপি ১৭৬০ থেকে উন্নত মানের। মোটা ও চিকন স্থানের পরিমাণও কম। নেপস কাউন্ট কটনের চেয়ে কম বা কাছাকাছি।

(খ) কম্পোজিটে ব্যবহারযোগ্য

(গ) পরিবেশবান্ধব

(ঘ) রিসাইকেলযোগ্য

৪) প্রযুক্তির উপযোগিতা

:

স্থানীয় তাঁতী, ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তা (এসএমই), হ্যান্ডি ক্রাফট সেক্টর এবং কুটির শিল্পের মালিকগন

৫) প্রযুক্তি হতে ফলন/প্রাপ্তি

:

(ক) এই সুতা ব্যবহার করে নতুন ধরনের মূল্য সংযোজিত কাপড় তৈরি করা যাবে।

(খ) স্থানীয় তাঁতী, ক্ষুদ্র ও মাজারী শিল্প উদ্যোক্তা (এসএমই), হ্যান্ডি ক্রাফট সেকটর এবং কুটির শিল্পের মালিকগন এই প্রযুক্তির মাধ্যমে অর্থনৈতিক ভাবে লাভবান হবে